আমাদেরকে কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় ব্যালেন্স ট্রান্সফার করা দরকার হয়ে থাকে,
কিন্তু কিভাবে করতে হয় এই বিষয়টা না জানার কারণে কিন্তু দেখা যায় আমরা ব্যালেন্স ট্রান্সফারকরার ইচ্ছা থাকলেও করতে পারিনা।
সাধারণত ভাবেই কিন্তু দেখা যায় যে আপনাদের কোন একটা সময় মোবাইল ফোনে ফ্লেক্সি লোড করা লাগবে অর্থাৎ মোবাইল ফোনে টাকা রিচার্জ করা লাগবে আর তখন যদি আপনারা দোকানে যাওয়ার পরে দেখেন যদি দোকান বন্ধ তাহলে তখন কি করবেন ?
এক্ষেত্রে আপনারা আপনাদের বাসায় অর্থাৎ আপনাদের ফ্যামিলির কারো মোবাইল ফোনে যদি টাকা থাকে তাহলে সেই মোবাইল ফোন থেকে টাকা অর্থাৎ, সেই সিম থেকে আপনারা টাকা আপনাদের সিমে ট্রানস্ফার করে আনতে পারবেন। টেলিটক থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার.
তাছাড়া আমাদের সব থেকে বেশি ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন হয়ে থাকে , যখন আমরা বিকাশ নগদ রকেট একাউন্ট থেকে টাকা ট্রান্সফারকরতে চাই অন্য একটা একাউন্টেতখন , দেখা যায় যে আমরা ভুল করে মোবাইল ফোনে রিচার্জ করে ফেলি।
আর এরকমটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কখন নাই আপনাদের সিমে রিচার্জ করে টাকা আর আপনাদের বিকাশ একাউন্ট বা নগদ একাউন্ট অথবা রকেট একাউন্টে কখনোই ফিরিয়ে আনতে পারবেন না ।
আর তাই আপনারা যদি আপনাদের সিম থেকে বিকাশের মাধ্যমে টাকা সেন্ড মানি করার সময় ভুলে রিচার্জ করে ফেলেন , তাহলে আপনারা কিভাবে আপনাদের সেই রিচার্জ করা টাকা অন্য একটা সিম এ ট্রানস্ফারকরবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ।
বাংলাদেশের ভেতরে টোটাল ৬টি সিম কোম্পানি রয়েছে আর এই ৬টি সিম কোম্পানির ব্যালেন্স ট্রান্সফারপদ্ধতি কিন্তু একেকটার একেকরকম এর সবগুলো সিস্টেম কিন্তু এক নয় তাই আপনাদেরকে আজকের বাংলাদেশেরপাঁচটি সিম কোম্পানি সম্পর্কে আলোচনা করব যে কিভাবে আপনারা বাংলাদেশ এর ৬টি সিম কোম্পানিথেকে অর্থাৎ যেকোনো সিম থেকে বাংলাদেশের কিভাবে ব্যালেন্সট্রান্সফার করতে পারবেন ।
{tocify} $title={Table of Contents}
সকল সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি গুলোর নিচে step-by-step আপনাদের দেখানো হলো –
জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
আপনাদের কি একটি জিপি সিম রয়েছে , আর আপনারা কি জিপি সিমের ব্যালেন্সট্রান্সফার করতে চাচ্ছেন ? কিন্তু কিভাবে জিপি সিমের ব্যালেন্সট্রান্সফার করতে হয় অনেক খোঁজাখুজিকরার পরেও খুঁজে পাচ্ছেন না কিভাবে ব্যালেন্স ট্রান্সফারকরতে হয় ?
আর এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন। বর্তমানে দেখা যায় যে অনেক সিম ব্যবহারকারী রয়েছেন যারা বিকাশ থেকে 100 টাকা সিমে রিচার্জ করতে গিয়ে 1000 টাকা রিচার্জ করে ফেলে ভুলে ,
এখন আমি আপনাদের যে পদ্ধতিগুলোর সম্পর্কেবলব সেই পদ্ধতি গুলো আপনারা অনুসরণ করলে আপনারা খুব সহজেই ব্যালেন্সট্রান্সফারের করতে পারবেন।এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
আর এর মাধ্যমে কিন্তু আপনারা যাদের মোবাইল ফোনে টাকা রিচার্জ করে দিবেন তাদের কাছ থেকে আপনার টাকা নিয়ে নিতে পারবেন , আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা আপনার পরিচিত যে কারণে আপনাদের এই টাকাটা রিচার্জ করে দিয়ে তাদের কাছ থেকে টাকাটা আপনারা নিয়ে নিতে পারবেন খুব সহজে ।
জিপি সিম দিয়ে যদি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল , আপনাদের জিপি সিম যে এই মোবাইল ফোনে রয়েছে সে মোবাইল ফোনে ডায়াল অপশন কেমনে থেকে ডায়াল করা লাগবে *121*1500# ডায়াল করার পরে আপনারা চারটি অপশন দেখতে পারবেন আপনাদের মোবাইল ফোনে ।
আপনাদেরকে 4 নাম্বার অপশনটিতেক্লিক করে পরবর্তী ধাপেযেতে হবে।
১. রেজিষ্ট্রেশন
২. ট্রান্সফার ব্যালেন্স
৩. চেইন্জ কারেন্ট পিন
৪. এই অপশনটির ভেতরে ,আপনারা কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সেটার পরিমাণটা জানতে পারবেন।
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে ?
১. সবার প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করে নিতে হবে , তারপরের পরবর্তী মেসেজ এর মাধ্যমে আপনাদেরকে একটা পিন দিয়ে দেওয়া হয় ,
২. ট্রান্সফার ব্যালেন্স এই অপশনটি সিলেক্ট করুন , আপনারা যে নাম্বারটিতে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি সিলেক্ট করুন অর্থাৎ সেই নাম্বারটি এখনে বসাতে হবে , পরবর্তীতে এমাউন্ট বসিয়ে দিতে হবে এবং আপনাদের মোবাইলে এসএমএস আসা পিন দেওয়ার পরে রিচার্জ সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্র্রঃ প্রত্যেক মাসে সর্বোচ্চ আপনারা ১০ বার ১০–১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
বাংলালিংক সিমের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনাদের মোবাইলফোনে থাকা ব্যালেন্স খুব সহজে অন্য একটা বাংলালিংক সিমে ট্রান্সফার করে ফেলতে পারবেন।বাংলালিংক ব্যালেন্স চেক
বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করা লাগবে *1000# এই কোড নাম্বারটি।বাংলালিংক থেকে গ্রামীন ব্যালেন্স ট্রান্সফার
১. গেট পিন, অপশনটি সিলেক্ট করে নিবেন তারপর আপনাদেরকে একটা পিন দেওয়া হবে আর যেটাকে আপনারা কপি করে রেখে দিতে পারেন অথবা কোথাও আপনারা আপনাদের সুবিধার্থে লিখে রাখতে পারেন। টেলিটক এমবি ট্রান্সফার
এরপরে আপনাদেরকে আবার ডায়াল করতে হবে *1000# ২টি অপশন দেখতে পাবেন 1. balance transfer 2. change pin যেহেতু আপনারা balance transfer করতে চাচ্ছেন সেহেতু আপনাদের
1. balance transfer এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে , এই নাম্বারটিতে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নম্বর ইনসার্ট করে দিতে হবে , পরবর্তীতে টাকা দিবেন তারপরে আপনাদের কপি করা অর্থাৎ পিন নাম্বারটি পেয়েছিলেন সেই পিন নাম্বারটি দিয়ে রিচার্জ সম্পন্ন করে ফেলতে পারবেন খুব সহজে । ব্যালেন্স ট্রান্সফার কোড
বাংলালিংক সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে সেগুলো নিচে দেওয়া হল –
· হিসাব করার সময় আপনাদের এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে পূর্ণসংখ্যা এ রকমের হয় যেমন মনে করুন , ১০,২০, ৩০ ইত্যাদি! কোন রকমের ভগ্নাংশ করা যাবে না ।
· ইমারজেন্সি ব্যালেন্স উদ্দীপকেথেকে থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না ।
· প্রেরক এবং প্রাপকেরউভয়ের’ই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের অন্তর্ভুক্ত থাকা লাগবে ।
· ১ বার যদি আপনার আপনাদের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নেন তা হলে আপনাদেরকে পরের ৩০ মিনিট এর ভিতরে আর কোন রকম ভাবে ব্যালেন্স ট্রান্সফার করতেই পারবেন না ,এটা মনে রাখবেন ।
· বিঃদ্র্রঃ প্রত্যেক মাসে সব থেকে বেশি হলে আপনারা ১০০০ টাকা, প্রত্যেকদিন ১০–৫০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করার কাজ করতে পারবেন ।
রবি এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
রবি সিম দিয়ে আপনারা কিন্তু খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করার কাজটি করতে পারবেন , রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ১২১২০১৮..প্রাপকের নাম্বার মেসেজ অপশনে লিখে টাকার পরিমান সেন্ড করে দিন , হয়ে যাবে আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করা । বাংলালিংক থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার
তাছাড়াআপনারাআপনাদেরমোবাইলফোনের ডায়াল অপশন থেকে ডায়াল করতে পারেন *১৪০*৬*১# এরপরের টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন , পরবর্তীতে আপনারা যে নাম্বারটিতে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন এরপর আপনাদেরকে সেন্ড বাটনে প্রেস করতে হবে। বাংলালিংক থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার
আপনারাচাইলে অন্য আরও একটি উপায় রয়েছে যেটির মাধ্যমে আপনারা রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল করুন এই কোডটি *121# তারপরে ৪ নাম্বার অপশনটিতে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে 4. Jhotpot & balance transfer এখানে ক্লিক করুন তারপরে আপনারা 1 নম্বর অপশন balance transfer – এই লেখাটির উপরে ক্লিক করুন ,
তারপরে আপনাদেরকে টাকার পরিমাণ ডিবোসী দিতে হবে এবং যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি দিবেন এবং ব্যালেন্স ট্রান্সফার টি এইভাবে সম্পূর্ণ করতে পারবেন খুব সহজে ।
কিছু শর্তাবলী রয়েছে সেগুলো নিচে দেওয়া হল –
· প্রত্যেক দিন সর্বোচ্চ হলে ৫০০ টাকা অন্য একটা রবি সিমে ট্রান্সফার করতে পারবেন , এর বেশি পারবেন না ।
· একক লেনদেনে সবথেকে কম ১০ টাকা সবথেকে বেশি আপনারা ৩০০ টাকা পর্যন্ত ট্রানস্ফার করতে পারবেন ।
· প্রত্যেক মাসে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত আপনার ট্রানস্ফার করার কাজটি করতে পারবেন ।
এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার
এয়ারটেল সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করার কাজটাই আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন , আর আপনারা যদি এয়ারটেল সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন ।
আপনারা এটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদের এয়ারটেল সিম মোবাইল ফোনে রয়েছে সে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR XXXX (PIN – ঐচ্ছিক) 01645645XXX ( যে নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বার ) 50 ( টাকার পরিমান বসাবেন ) এরপরে পাঠিয়ে দিবেন ১০০০ এই নাম্বারে।
উদাহরণ হিসেবে এটা দেখতে পারেন , BTR 01645645XXX 50 পাঠিয়ে দিবেন ১০০০ এই নাম্বারে ।
এয়ারটেল সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করার প্রথমবারের পরে আপনারা কিন্তু এই সেবার জন্য সক্রিয়ভাবে নিবন্ধনযুক্ত হয়ে যাবেন, এসএমএস করার মাধ্যমে আপনাকে একটা পিন কোড দেওয়া হবে আর এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোন সময় ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ।
উদাহরণ হিসেবে এইটা দেখে নিতে পারেন , BTR 2580( পিন কোড ) 01645645XXX 50 পাঠিয়ে দিতে হবে ১০০০ এই নাম্বারে ।
কিছু শর্তাবলী রয়েছে তা নিচে দেওয়া হল –
· প্রত্যেকদিন সর্বোচ্চ পরিমাণে হলে ৫০০ টাকা রিচার্জ করার কাজটি করতে পারবেন ।
· একক লেনদেনে সর্বনিম্ম ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হলে ৫০ টাকা পর্যন্ত ট্রান্সফার করার কাজটি করা যাবে ।
· প্রত্যেক মাসে সর্বোচ্চ হলে এক হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করার কাজটি করতে পারবেন ।।
টেলিটক সিমে ব্যালেন্স ট্রান্সফার
আপনারা কি টেলিটক সিম ব্যবহার করেন কিন্তু নিজেদের টেলিটক প্রিপেইড সিম থেকে অন্য প্রিপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন ।
বাংলাদেশে মোট ৬টি সিম কোম্পানি রয়েছে ৬টি কোম্পানিতে সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি চালু রয়েছে আমাদের ভিতরে অনেকেই এই পদ্ধতিগুলো সম্পর্কে জানি আবার অনেকেই রয়েছে যারা যারা এই বিষয়গুলো সম্পর্কে জানি না।
আর আপনাদের ভিতরে যারা জানেন না যে কিভাবে টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে হয় তারা এই আর্টিকেলটি পড়তে থাকুন ।
টেলিটক সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনের ডায়াল করতে হবে ডায়াল অপশনে গিয়ে *১২৪*পিন* টাকার অ্যামাউন্ট এর পরিমাণ *যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি বসাতে হবে# তারপর আপনাদের রিচার্জ করা সম্পন্ন হয়ে যাবে ।
কিছু শর্তাবলী রয়েছে সেগুলো নিচে দেওয়া হল –
· প্রত্যেকদিন সর্বোচ্চ হলে 500 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন ।
· একক লেনদেনের সর্বনিম্ন আপনারা ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ট্রানস্ফার করতে পারবেন ।
· ১২৩৪ কিংবা ১২৩৪৫৬৭৮ ডিফল্ট পিন হিসেবে আপনাদেরকে ব্যবহার করা লাগবে ।
· প্রত্যেক মাসে সর্বোচ্চ হলে আপনারা ১০০০ টাকা পর্যন্ত ট্রানস্ফার করতে পারবেন ।
স্কিটো সিমে ব্যালেন্স ট্রান্সফার
স্কিটো সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদেরকে সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে স্কিটো অ্যাপসটিকে ডাউনলোড করে নেওয়া লাগবে আর তারপরে আপনাদেরকে এই অ্যাপসটি কে ওপেন করা লাগবে। তারপরে অ্যাপসটি ডান পাশে থাকা ব্যালেন্স ট্রান্সফার অপশন থেকে আপনারা খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করার কাজটি করতে পারবেন।
জিপি সিমে MB (এমবি) ট্রান্সফার করুন
জিপি সিমের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন, অনেকই জিপি সিমে পর্যাপ্ত পরিমাণে এমবি , মিনিট, এসএমএস এই সমস্ত জিনিস গুলো থাকে । আপনাদের মনে প্রশ্ন আসে যে এইগুলো কি আমরা আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারব ? আর এর উত্তর হলো , না!
আর তার একমাত্র কারণ হল জিপি সিম কোম্পানি তাদের গ্রাহকদের নাম্বার থেকে এমবি, মিনিট, এসএমএস ট্রান্সফার করার পদ্ধতি এখনো চালু করেনি । তবে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে এমবি , মিনিট, এসএমএস গিফট হিসেবে দিতে পারবেন মাই জিপি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে ।
প্লে স্টোর আপনাদেরকে তার জন্য মাই জিপি অ্যাপ ইনস্টল করে নিতে হবে , এরপরে আপনাদের মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ অপশনে গিয়ে “Pack Gifting” সার্চ করবেন, পছন্দের প্যাকেজটিকে সিলেক্ট করে নিবেন , যারা নাম্বারে গিফট করতে চাচ্ছেন বা করবেন তার নাম্বারটি টাইপ করুন এরপরে গিফট/এমবি ট্রান্সফার বাটনে ক্লিক করলেই আপনাদের গিফট করার কাজটি সম্পন্ন হয়ে যাবে ।
বিঃদ্রঃ Pack Gifting করতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই জিপি টু জিপি নম্বর হওয়া লাগবে , আর এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন।
বাংলালিংক সিমে MB(এমবি) ট্রান্সফার
আপনারা আপনাদের বাংলালিংক সিম থেকে এমবি, এসএমএস, মিনিট প্যাকেজ ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই ।
আপনারা যদি বাংলালিংক সিম থেকে কিভাবে এমবি ট্রান্সফার করতে হয় এই বিষয়টি সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে লেখাটি কন্টিনিউ করুন ।
বাংলালিংক সিম থেকে কি সত্যিই আপনারা এমবি ট্রানস্ফার করতে পারবেন ? হ্যা! যায় তবে আপনারা আপনাদের ইন্টারনেট ব্যালেন্স থেকে ট্রান্সফার করার কাজটি করতে পারবেন না , যদি আপনাদের সিমে টাকা থাকে তাহলে, আপনাদের সিমের ব্যালেন্স দিয়ে আপনাদের বন্ধুকে এমবি গিফট করতে পারবেন।
বাংলালিংক সিমে এমবি গিফট করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে যাওয়ার পরে ডায়াল করা লাগবে *৫০০০*৫৫*২# এই কোড নাম্বারটি আর এরপরে নির্দেশনা অনুসরণ করে এমবি ট্রান্সফার করে ফেলতে পারবেন খুব সহজ ।
একদিনে আপনারা সর্বোচ্চ ২৫ এমবি ট্রান্সফার করে দিতে পারবেন অন্য একটা সিম ।আর এটা চেক করার জন্য আপনারা অনুগ্রহ করে ডায়াল করবেন *৫০০০*৫০০#, মেয়াদ থাকবে সর্বোচ্চ ৪ দিন।
বিঃ দ্রঃ ২৫ mb যখন আপনার ট্রানস্ফার করতে যাবেন তখন কিন্তু আপনাদের স্মার্টফোনের সিম দিয়ে নির্দিষ্ট পরিমাণে একটা ফি কেটে নেওয়া হবে।
এয়ারটেল সিমে MB(এমবি) ট্রান্সফার
আপনাদের কি একটি এয়ারটেল সিম রয়েছে এবং আপনারা কি এয়ারটেল সিমের এমবি ট্রান্সফার করতে চাচ্ছেন ? হ্যাঁ! আপনাদের সিমের Mb টান্সফার করার কাজটি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদের জন্য কিছু শর্তাবলী রয়েছে, আপনাদের সিমের ইন্টারনেট ব্যালেন্স সরাসরি অন্য কারো কাছে ট্রানস্ফার করতে পারবেন না ।
Read More – লাভজনক স্টক মালের ব্যবসার আইডিয়া
আর তার একমাত্র কারণ হলো এরকম এর সিস্টেম বাংলাদেশের কোন সিম কোম্পানি এখন পর্যন্ত চালু করে দেয়নি । তবে আপনারা চাইলে Pack Gifting করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের ব্যালেন্স দিয়ে অন্য যে কোন ব্যক্তিকে , আর এক্ষেত্রে আপনাদের দুজনেরই এয়ারটেল নাম্বার থাকা লাগবে । আপনাদেরকে *1212# ডায়াল করে “Gifting” সিলেক্ট করতে হবে ।
এরপরে আপনারা ডাটা অথবা ভয়েস সিলেক্ট করে নিয়ে তারপরে এভেইল্যাবল প্যাক গুলো হতে আপনাদের পছন্দের প্যাকেজটি বাছাই করে নেওয়ার পরে যে নাম্বারে গিফট করতে চাইছেন সেই নাম্বারটি লিখে পরবর্তী নির্দেশনা আপনাদের কে অনুসরণ করতে হবে।
বিঃ দ্রঃ mb ট্রান্সফার যখন করতে যাবেন তখন আপনাদের মোবাইল ফোন থেকে অর্থাৎ আপনাদের মোবাইল ফোনের এয়ারটেল সিম থেকে নির্দিষ্ট পরিমাণে একটা ফি কেটে রাখা হবে , এ বিষয়টা অবশ্যই মনে রাখবেন ।
রবি সিমে MB(এমবি) ট্রান্সফার
আপনাদেরকে একটি রবি সিম রয়েছে এবং আপনার রবি সিম দিয়ে এমবি ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনারা কিন্তু ইচ্ছা করলে খুব সহজে রবি সিম দিয়ে এমবি ট্রান্সফার করতে পারবেন।
তবে আপনাদের সিমে টাকা ব্যালেন্স দিয়ে কিন্তু সরাসরি এমবি ট্রান্সফার করতে কখনোই পারবেন না, আরে রকমের সিস্টেম এ রকমের পদ্ধতি কিন্তু রবি সিম কোম্পানি এখনো বাংলাদেশ চালু করেনি । রবিতে এমবি ট্রান্সফার করার নিয়ম
কিন্তু আপনারা আপনাদের সিমের ব্যালেন্স দিয়ে যে কাউকে এমবি গিফট করতে পারবেন । আর আপনারা যদি এই সেবাটি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে “মাই রবি অ্যাপ” এর ভেতরে লগইন করার পরে “কুইক লিংকস ” হতে “মাই প্ল্যান/গিফ্ট” অপশনে যাবেন তারপর আপনাদের পছন্দমত যে কোনো ডাটা/ভয়েস/এসএমএস বান্ডেল বানিয়ে, “সেন্ড গিফট” অপশনটিতে ক্লিক করবেন ।
আর তারপরে আপনারা যে নাম্বারে অর্থাৎ যে রবি নাম্বারে গিফট করতে চাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করে লিখে সেন্ড করে দিন ।
Read More – বাংলালিংক মিনিট অফার ২০২১ | Banglalink Minute Offer
বিঃ দ্রঃ এমবি ট্রান্সফার করার সময় আপনাদের মোবাইল ফোন থেকে অর্থাৎ মোবাইল ফোনের সিম থেকে অল্প কিছু পরিমাণে একটা ফি সিম কোম্পানি থেকে কেটে রেখে দেবে , এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন।
আমাদের শেষ কথা
রবি বাংলালিংক, জিপি, এয়ারটেল, টেলিটক, সিমের ব্যালেন্স এবং ইন্টারনেট ট্রান্সফার পদ্ধতিগুলো আজকের আর্টিকেল এর মাধ্যমে আশাকরি জানতে পেরেছেন ।
আশা করা যায় যে আপনাদের লেখা পড়লে অনেক ভালো লেগেছে, আর তাই আজকের এই আর্টিকেলটি সকলের মাঝে শেয়ার করে দিন আপনার বন্ধু–বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই সুযোগ সুবিধা গুলো উপভোগ করতে পারে।
আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর্টিকেলটি এতক্ষণ ধরে পড়ার জন্য।তথ্যসূত্র – bdjobsmela