আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে,
কিভাবে আপনারা আপনাদের রকেট একাউন্টের ব্যালেন্স চেক করবেন,এই বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব।
{tocify} $title={Table of Contents}
যদিও বা বর্তমানে এখন অনেকে জানেন যে কিভাবে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়, রকেট একাউন্ট চেক করার কোড হল – *322#, এটা একটা প্রাথমিক জ্ঞান এটা অনেকেই এখন জানেন।
আর আপনারা যে শুধুমাত্র রকেট একাউন্টের ব্যালেন্স চেক কিভাবে করতে হয় এই কোড নাম্বারটি জানলেই সবকিছু করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম মোটেই নয় । রকেট একাউন্ট এর ভেতরে বিস্তারিত সমস্ত বিষয় গুলো জানার জন্য কিন্তু আরো অনেক কিছু আপনাদেরকে জানতে হবে।
রকেট একাউন্ট আপনি খুলে ফেললেন ব্যালেন্স ও চেক করতে পারেন কিন্তু অন্য সকল সুযোগ সুবিধা গুলো যে রয়েছে রকেট একাউন্ট এর ভিতরে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা আপনারা জানেন না তাহলে কিন্তু হবে না।
আর আপনি যদি শুধুমাত্র ব্যালেন্স চেক করতে জানে না অন্য কাজগুলো কিভাবে অর্থাৎ অন্য যে সুযোগ সুবিধা রয়েছে রকেট একাউন্ট এর ভেতরে সেই সকল সুযোগ সুবিধা গুলো কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আর তাছাড়া আপনারা চাইলে কিন্তু Rocket Account check করার জন্য code ব্যবহার না করে আপনারা মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন আপনাদের ব্যালেন্স।
অর্থাৎ রকেট একাউন্টে যতো সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো আপনারা আপনাদের হাতের এন্ড্রয়েড মোবাইল ফোনের সাহায্যে একটি মাত্র অ্যাপস ডাউনলোড করে মানে রকেটের যে অফিশিয়াল অ্যাপসটিকে ফ্রী ডাউনলোড করে আপনারা রকেট একাউন্ট এর সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
আজকের আর্টিকেলে আপনারা রকেট একাউন্ট চেক করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব , আর আপনারা যদি এই বিষয়ে সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকেন এ বিষয়ে জানার জন্য অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করেছেন কিন্তু পারছিলেন না তাহলে আজকেরে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন তাহলে আশা করি এরপর থেকে আপনাদের রকেট একাউন্ট এর সুযোগ সুবিধা গুলো ব্যবহার করার সময় আর কোন সমস্যা হবে না।
রকেট একাউন্ট চেক করার কোড : Rocket Check code
রকেট একাউন্ট যদি আপনারা দেখতে চান তাহলে সে ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে যেতে হবে তারপরে আপনাকে ডায়াল অপশন এ ডায়াল করতে হবে *322# । রকেট একাউন্ট চেক
এই কোডটি আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনে লেখার পরে আপনারা তারপরে 10 টি অপশন দেখতে পারবেন।
এখন আমি এই ১০টি অপশন সম্পর্কে আলোচনা করব এই ১০টি অপশন এর ভিতরে কি কি থাকবে,এবং এই অপশন গুলো কে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এই অপশন গুলোর মাধ্যমে সেই বিষয়গুলো সম্পর্কেstep-by-step এখন আলোচনা করব।
১. বিল পেমেন্ট (Bill Pay): বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ইন্টারনেটের বিল ,এই সমস্ত বিল আপনারা পরিশোধ করার জন্য প্রথমে আপনাদেরকে ১ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে।
২. সেন্ড মানি (Send Money): আপনারা যদি কারো কাছে টাকা পাঠাতে চান অর্থাৎ আপনি আপনার রকেট একাউন্ট থেকে যদি অন্য কারো রকেট একাউন্টে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ২ নাম্বারে যে অপশন রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করতে হবে।
3. টপ আপ (Top Up): আপনারা আপনাদের রকেট একাউন্ট থেকে যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনাদের কি রিচার্জ করার জন্য তিন নাম্বারে যে অপশনটি রয়েছে সেই অপশনটাকে আপনাদেরকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে।
৪. ব্যাংক একাউন্ট (Bank A/C): আপনাদের যদি কারো ডাচ বাংলা একাউন্ট থেকে থাকে, তাদের সে ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে ৪ লিখে পরবর্তী বাটন অর্থাৎ ওকে বাটনে ক্লিক করবেন।
৫. মাই একাউন্ট (My Acc): আপনাদের আপনাদের রকেট একাউন্টের ব্যালেন্স , রকেট একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনাদেরকে সে ক্ষেত্রে ৫ লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে।
৬. রেমিটেন্স (Remittence): বিদেশ থেকে যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 6 নাম্বার অপশনটিতে ক্লিক করতে হবে।
৭. ক্যাশআউট (Cashout): রকেট একাউন্টের মাধ্যমে যদি আপনারা এজন্টে পয়েন্ট অথবা যদি এটিএমন বুথ হতে টাকা উত্তোলন করতে চান তাহলে এক্ষেত্রে আপনাদেরকে ৭ লিখে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
৮. মারচেন্ট পে(Merchent Pay): কেনাকাটা করার পরে যদি রকেট দিয়ে পেমেন্ট করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাদের কে ৮নং অপশনটি বেছে নিতে হবে ।
৯.টোল কার্ড (Toll Card): ব্রিজ, ফ্লাইওভারের টোল দেওয়ার জন্য আপনাদেরকে ৯ লিখে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ।
০. লগআউট (Logout): রকেট একাউন্ট চেক করা শেষ হয়ে গেলে আপনারা যদি রকেট একাউন্ট থেকে বের হয়ে আসতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাদেরকে ০ অপশনটি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনারা আপনাদের একাউন্টে লগ আউট হয়ে যাবেণ।
Rocket Account Balance Check করার জন্য আপনাদেরকে সবার প্রথমে আপনাদেরকে মোবাইল ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *322# , তারপরে আপনারা 5 নাম্বার অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
তারপরে আপনাদেরকে রকেট একাউন্টের পিন নাম্বারটি একাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই রকেট একাউন্টের পিন নাম্বারটি এখানে বসাবেন তারপরে আপনারা আপনাদের রকেট একাউন্টে ব্যালেন্স কত রয়েছে সেটা চেক করতে পারবেন।
Read More – বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড ২০২২
Read More – রবি সিমের নাম্বার দেখার নিয়ম
Read More – বাংলালিংক সিমের নাম্বার দেখার নিয়ম
অর্থাৎ পরবর্তী মেসেজে আপনারা দেখতে পারবেন যে আপনাদের রকেট একাউন্টে টোটাল কত অ্যামাউন্ট রয়েছে ।
আর তাছাড়াও রকেট একাউন্ট ব্যালেন্স দেখার কোড*322*5# ডায়াল করলে আপনাদের সামনে সরাসরি রকেট একাউন্টের পিন দেওয়ার অপশন চলে আসবে । পিন লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আপনাদের রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন খুব সহজে।
রকেট অ্যাকাউন্ট চেক করতে পারবেন রকেটের অফিশিয়াল মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে করবেন সেটা জেনে নিন –
আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাদেরকে আর এই কোডগুলো ডায়াল করতে হবে না আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে রকেট এর অফিসিয়াল মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করে নেয়ার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন তার পরে আপনারা দেখতে পারবেন যে লগইন নামে একটি লেখা রয়েছে সেই লেখাটা এর উপরে ক্লিক করবেন।
তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটি লগইন অপশন এ বসাবেন , লগইন অপশন এ নাম্বারটি বসে পড়ে তার নিচে আপনারা পিন কোড দেওয়ার অপশন পাবেন সেখানে আপনাদের রকেট একাউন্টের পিন কোড বসিয়ে লগইন বাটনে ক্লিক করবেন।
আর তাহলে কিন্তু আপনারা আপনাদের রকেট একাউন্টে এক্সেস নিতে পারবেন অর্থাৎ আপনাদের যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খোলা এবং আপনাদের পিন কোড দেওয়ার পরে আপনারা সরাসরি আপনাদের রকেট একাউন্টে লগইন করতে পারবেন।
লগইন করার পরে আপনারা রকেট একাউন্টের ইন্টারফেস যেটা রয়েছে সেই ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আর আপনারা সবার উপরে লেখা দেখতে পারবেন যে লেখা রয়েছে, Tap for Balance এই লেখাটা এর উপরে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের একাউন্টে কত টাকা রয়েছে সেই টাকাটা আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনাদের রকেট একাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা আপনারা এখানে টাচ করলে দেখতে পারবেন।
আর তাছাড়াও আমরা উপরে যে রকেট একাউন্ট চেক করার জন্য যে কোড গুলো সম্পর্কে আলোচনা করলাম এবং কিভাবে চেক করবেন সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সেই সমস্ত বিষয় গুলো কিন্তু আপনারা রকেট একাউন্টের ভেতরেও পাবেন অর্থাৎ রকেট একাউন্টে লগইন করলে আপনারা এই সমস্ত সুযোগ সুবিধা গুলো সব কিছুই দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ( রকেট একাউন্ট চেক করার কোড )
আমাদের শেষ কথা
তাহলে আজকে আমাদের আর্টিকেলে জানতে পারলাম কিভাবে রকেট একাউন্ট চেক করতে হয় রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে জানতে পারলাম তাহলে আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যে বন্ধুর কাছে শেয়ার করলে তার উপকার হবে এমন বন্ধু যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সেই বন্ধুর কাছে লেখাটিকে শেয়ার করবেন।
আপনার এমন কোন বন্ধু থেকে থাকে যদি যে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করা বা রকেট একাউন্ট কিভাবে ব্যবহার করতে হয় এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানার জন্য অনেক জায়গায় খুজতেছে , এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহী এমন কেউ যদি থাকে আপনার তাহলে অবশ্যই লেখাটিকে তার সাথে শেয়ার করবেন। তথ্যসূত্র – Pratiborton