আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা ব্যবসা শুরু করতে চান কিন্তু কি ব্যবসা করবেন সেটা বুঝে উঠতে পারছেন না।
আর সেটাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আজকে
একেবারে সঠিক জায়গায় এসেছেন।
আজকে আমরা আমাদেরএইআর্টিকেলে কয়েকটা ব্যবসার আইডিয়া সম্পর্কে আলোচনাকরব।
{tocify} $title={Table of Contents}
আশাকরিযে, এইব্যবসার আইডিয়া গুলোআপনাদের অনেককাজেলাগবেহয়তোএরভেতরথেকেআপনাদের একটি ব্যবসার আইডিয়া আপনাদের ভালোলাগবেআরসেটাআপনারাশুরু করেদিতেপারবেন।
১. কুটির শিল্পের ব্যবসা
অর্থাৎ, ঘরের ভিতরে যে শিল্পের কাজগুলো করা হয়ে থাকে সেটাকেই কিন্তু মূলত কুটির শিল্প বলা হয়ে থাকে। অনেক ধরনের কাজ করে সেগুলোকে কিন্তু আপনারা চাইলে বিক্রি করে দিতে পারেন ।আর বর্তমানে কিন্তু এই ব্যবসার অনেক চাহিদা রয়েছে।আর বিশেষ ভাবে বলতে গেলে কিন্তু অনেক মহিলা রয়েছেন যারা এই কাজে অনেক এক্সপার্ট। আর আপনারা যদি এই কাজে দক্ষ থাকেন তাহলে আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন।
২. পাখি পালন করার ব্যবসা
হ্যাঁ শুনতে অবাক লাগলে ও এটাই সত্যি , বর্তমান সময়ে এমন কিছু পাখি রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে কিন্তু একজন নারী উদ্যোক্তা চাইলেই ব্যবসা করে এই কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে । মহিলাদের ব্যবসার আইডিয়ার ভিতরে কিন্তু এটি অনেক জনপ্রিয় একটি ব্যবসা । একজন মহিলা চাইলে কিন্তু ঘরের কিছু জায়গায় কাজে লাগিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন । এমন কিছু পাখি রয়েছে যেগুলো পালন করলে অল্প সময়ের ভিতর ভালো অর্থ উপার্জন করতে পারবেন।
যেমন মনে করেন যে –
· বাজরিগার
· লাভ বার্ড
· বার্মিং বার্ড
· কবুতর ইত্যাদি।
এরকম আরো অনেক পাখি রয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলে পালন করতে পারেন। আর এই ব্যবসায় যদি আপনারা নিজেকে একবার সম্পৃক্ত করে ফেলতে পারেন তাহলে এখানে কি আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা রোজগার করতে পারবেন। কারণ এটা একটি লাভজনক ব্যবসার আইডিয়া । আপনাদের ভিতরে কারো যদি পাখি পালন করার শখ হয়ে থাকে তাহলে আপনাদের এই শখ থেকেই কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
৩. শাকসবজি চাষ করার ব্যবসা
আমাদের বাংলাদেশী কিন্তু কম অথবা বেশি মোটামুটি ভাবে বলা যায় যে সকল ধরনের শাক সবজি চাষ করা হয় । আর উৎপাদন মৌসুমে ছাড়া যদি অন্য সময়ে আপনারা ফসল ফলাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন এই ব্যবসা থেকে । বর্তমানে কিন্তু ব্যবসা করে অনেকেই সফল হচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন।
Read More – লাভজনক স্টক মালের ব্যবসার আইডিয়া
শাকসবজি কিন্তু বাড়ির ছাদে ও লাগানো যায়। অথবা আপনাদের যদি বাড়ির পাশে খালি কোন জায়গায় থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা শাক সবজি লাগাতে পারেন।
৪. এসইও সার্ভিস দিতে পারেন
সার্চইঞ্জিনঅপটিমাইজেশন অথবাএসইওবর্তমানে অনেকজনপ্রিয় একটিকাজ। আরএইকাজকরারমাধ্যমে কিন্তুবর্তমানে এখনঅনেক তরুণ–তরুণীরা অর্থ উপার্জন করতেছে। আর আপনারাচাইলেকিন্তুএইএসইওএরকাজকরেউপার্জন করতেপারেন।আরএইকাজেকিন্তুআপনাদের ইনকামহবেপ্রচুরপরিমাণে আপনাদের যতঅভিজ্ঞতা বার্থডে থাকবেততইআপনারইনকাম হতেথাকবে।
৫. গ্রাফিক্স ডিজাইন করতে পারেন
বর্তমান সময়ে কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার প্রত্যেক বছরে গড়ে প্রায় ৪১,০০০ মার্কিন ডলার উপার্জন করে থাকে । আমাদের বাংলাদেশেও কিন্তু এখন অনেক গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন যাদের কিন্তু প্রতি মাসে উপার্জন হয়ে থাকে প্রায় ৫ লক্ষ টাকার মতো বা তার বেশি ।
৬. এনিমেশন ভিডিও বানাতে পারেন
এনিমেশন ভিডিও এর কাজ যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির ভিডিও বানিয়ে দিয়ে তাদের কাছ থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।
Read More – অন পেজ এসইও কি,অনপেজ এসইও কিভাবে করবেন?
আর এছাড়াও কিন্তু আপনারা নিজেদের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনারা আপনাদের বানানো ভিডিওগুলো আপলোড করে সেখান থেকেও চাইলে রোজগার করতে পারবেন, সারা জীবনের জন্য।
৭. কনটেন্ট রাইটিং
বর্তমান সময়ে কোন প্রতিদিনই দেখা যায় যে কোনো না কোনো নতুন ওয়েবসাইট গুগলে লঞ্চ করা হচ্ছে । আর এই সমস্ত ওয়েবসাইট গুলোর জন্যে দরকার হয়ে থাকে বেশ ভালো মানের এবং মৌলিক লেখা।
আর সবার কিন্তু ভালো লেখার হাত থাকে না , আর তাই সেজন্য এই সমস্ত ওয়েবসাইটের মালিকেরা দক্ষ লেখকদেরকে তাদের ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য নিয়োগ দিয়ে থাকেন।
ভালোভাবে লিখতে পারলে কিন্তু কনটেন্ট রাইটিং গৃহবধুদের জন্য অন্যতম একটা সেরা ব্যাবসার আইডিয়া হতে পারে।
আপনারা চাইলে ঘরে বসে কিন্তু কনটেন্ট রাইটিং সার্ভিস শুরু করে দিতে পারেন , আর আপনাদের এই ব্যবসা কিন্তু চাইলে একদিন দেখবেন যে বৃদ্ধি পেয়ে আপনাদেরকে খুব সহজেই লাখ টাকার রোজগারের সন্ধান দিতে পারবে।
আর সবথেকে ভালো একটি ব্যাপার হল যে , এই বিষয়ে যদি আপনারা কাজ শুরু করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু বেশ কয়েকটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে , যেমন মনে করেন, Fiverr, Upwork এবং এর সাথে Freelancer, এই সমস্ত ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো থেকে কিন্তু আপনারা আপনাদের প্রথম প্রোজেক্টের পেয়ে যাবেন। আপনাদের কি শুধু এই ওয়েবসাইটগুলোতে গিয়ে সবার প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
৮. ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট
আজকে আমাদেরএই আর্টিকেলটিযারা পড়ছেনতাদের ভেতরেযে সকল মহিলারা জমা–খরচেরঅঙ্ক ভালবোঝেন আর সংখ্যা নিয়েখেলতে ভালোবাসেনঅনেক , তাদেরজন্য আদর্শরোজগারের একটিসবথেকে ভালো পথ আলো– ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট।
ফ্রিল্যান্সারভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্টহিসেবে ঘরেবসে কিন্তুআপনি যেকোনধরণের কোম্পানিরযাবতীয় হিসেবনিকেশ করেদেওয়ার মাধ্যমেঅর্থ উপার্জনকরতে পারবেনখুব সহজেই।আপনাদের এক্ষেত্রে নির্দিষ্টকিছু গ্রাহকও থাকতেপারে , যাদেরকাছে আপনারানিয়মিত করেদিয়ে তাদেরকাছ থেকেঅর্থ উপার্জনকরতে পারবেন।
৯. গ্রাফিক ডিজাইনিং
গ্রাফিক ডিজাইনিং হচ্ছে সেআরো একটিদুর্দান্ত ব্যবসারআইডিয়া , আরএই কাজকরে আপনারাঘরে থেকেইঅর্থাৎ ঘরেবসেই আপনারাবেশ ভালোপরিমাণে একটাঅর্থ রোজগার করতে পারবেন।একাজে যদিআপনারা সফলহতে চানতাহলে আপনাদেরঅবশ্যই সৃজনশীলএকটা মনথাকতে হবে, এবং তারসঙ্গে গ্রাফিকডিজাইনিং সম্পর্কেভালোভাবে জ্ঞানথাকাটাও জরুরি।
প্রথমাবস্থায়আপনারা ছোটব্যবসা হিসেবেএই কাজটিকেশুরু করতেপারেন , এবংপরে আপনারাচাইলে টিমনিয়ে অর্থাৎটিম বানিয়েআপনাদের ব্যবসাটিকেআরো বড়করে তুলতেপারেন।
প্রথমাবস্থায় আপনারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে কাজজোগাড় করে গ্রাহকদের কাছথেকে ভালোরেটিং পাওয়ারচেষ্টা করবেনসবসময় , এইভালো রেটিংগুলোই আপনাকেপরবর্তীতে অন্য কাজ পাওয়ারজন্য অনেকসাহায্য করবে।
১০. সোশ্যাল মিডিয়া ম্যানেজার
আরো একটি অল্প পুজিতে লাভজনক ব্যবসা এর ভিতরে পড়ে , সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে দেওয়া। যদি আপনারা সোশ্যাল মিডিয়ার কার্যকরণ গুলো সম্পর্কে ভালভাবে জানেন তাহলে কিন্তু আপনারা যে কোন ব্যবসার হয়ে পোস্ট, কমেন্ট, মেসেজ ইত্যাদি এই সমস্ত কাজ গুলো করতে পারেন ,তাহলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে কিন্তু আপনার বেশ ভালো পরিমাণে একটা অর্থ রোজগার করতে পারবেন প্রতিমাসে আশা করা যায়।
আর সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করে তাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয়ে থাকে । আপনি একজন দক্ষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলে কিন্তু বেশ ভাল করে বানায় এটাও তো প্রতি মাসে আপনাদের একাউন্টে চলে আসবে । আর যেটা দিয়ে আপনারা বেশ ভালো ভাবেই চলাফেরা করতে পারবেন ।