Home | blogging | ফ্রী ওয়েবসাইট তৈরি করুন ৫টি জনপ্রিয় Website Builder দিয়ে

ফ্রী ওয়েবসাইট তৈরি করুন ৫টি জনপ্রিয় Website Builder দিয়ে

আপনারা কি ফ্রি ওয়েবসাইট বানানোর কথা ভাবতেছেন

how to create a website free of cost
Photo By Pexels

আর আপনাদের প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ এর সাহায্যে খুব সহজেই একটি ফ্রি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন একদম বিনামূল্যে। 

 

{tocify} $title={Table of Contents}

বর্তমানে এখন অনেক  ওয়েবসাইট বিল্ডার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব ভালো মানের প্রফেশনাল ভাবে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। 

আপনারা চাইলে কিন্তু যে কোন বিষয়ের উপরে কথা যে কোন টপিক এর উপরে আপনারা আপনাদের ওয়েবসাইটে বানিয়ে নিতে পারবেন একদম বিনামূল্যে। 

আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা লক্ষ লক্ষ মানুষ দের কাছে আপনাদের প্রোডাক্ট বা আপনাদের সার্ভিস কিংবা আপনাদের কোনো সেবা সেটা কিন্তু তাদের কাছে পৌঁছতে পারবেন খুব সহজেই। এক কথায় বলতে গেলে আপনি যদি একটা ওয়েবসাইট বানিয়ে নিন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অনেক  গ্রাহক পেয়ে যাবেন ঘরে বসেই। 

আপনারা যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা যদি আপনারা নিজেদের একটি ব্লগ ওয়েবসাইট খুলতে চান তাহলে ফ্রিতে কিভাবে খুলতে পারবেন ফ্রিতে ওয়েবসাইট খোলার কয়েকটা জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব।  

আর এই সমস্ত ওয়েবসাইট বিল্ডার গুলো দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন একদম প্রফেশনাল ভাবে   

আর আমি আজকে  ওয়েবসাইট বানানোর জন্য যে ওয়েবসাইট বিল্ডার গুলো সম্পর্কে বলবো সেটি ওয়েবসাইট বিল্ডার গুলো দিয়ে যদি আপনার ওয়েবসাইট বানান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কে কোন কোডিং জানা লাগবে না , অর্থাৎ আপনাদেরকে কিন্তু ওয়েব ডেভেলপার হওয়া লাগবে না আপনারা কিন্তু যদি কিছু না জানেন তারপরও এই সমস্ত ওয়েবসাইট বিল্ডার গুলো দিয়ে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই  

কোন ধরনের কোডিংয়ের জ্ঞান থাকার দরকার হবে না আপনাদের এই সমস্ত ওয়েবসাইট বিল্ডার গুলো দিয়ে ওয়েবসাইট বানাতে অবশ্য প্রথম দিকে আপনাদের অসুবিধা হতে পারে কিন্তু দুএকদিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে এর কাজকর্মগুলো বুঝে যাবেন অর্থাৎ এই প্লাটফর্ম গুলো কিভাবে কাজ করে সেটা বুঝে যাবে না তার পরে কিন্তু আপনাদের আর কোন সমস্যা হবে না আশা করি  

আপনারা ইচ্ছে করলে আপনাদের হাতের ছোট স্মার্টফোনটি দিয়েও ওয়েবসাইট বানাতে পারবেন ।কিন্তু ভালোভাবে একটা প্রফেশনাল  মানের ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের অবশ্যই একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা দরকার  

বর্তমানে  কিন্তু প্রায়  বাসাবাড়িতে দেখা যায় যে কম্পিউটার অথবা ল্যাপটপ রয়েছে আর তাই আপনাদের যদি থেকে থাকে তাহলে তো কোন কথাই নেই তাহলে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ এর মাধ্যমে একটা  প্রফেশনাল মানের  ওয়েবসাইট বানাতে পারবেন। How  to create a website free of cost

 

 

. Google Blogger  দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন  

বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় সব থেকে বিশ্বস্ত  ওয়েবসাইট বিল্ডার হল কিন্তু Google Blogger আর এটা কিন্তু  মূলত গুগলের একটি প্রোডাক্ট , বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষের এর মাধ্যমে অর্থাৎ, এই ওয়েবসাইট বিল্ডার এটির মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে নিচ্ছে অনেকেই রয়েছে যারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং বিভিন্ন বিষয়ে সম্পর্কে ওয়েবসাইট বানানোর জন্য এই ওয়েবসাইট   বিল্ডার  টিকে ব্যবহার করে থাকে   

আর এটা বিশ্বস্ত এজন্যই বললাম কারণ এটা সম্পূর্ণ গুগোল এর প্রোডাক্ট তাই আপনার চিন্তার কোন কারণ নেই আর এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে যদি আপনারা ওয়েবসাইট বানান তাহলে সে ক্ষেত্রে আপনারা একদম বিনামূল্যে সাবডোমেইন পেয়ে যাবেন এবং হোস্টিং একদম বিনামূল্যে পাবেন কোন টাকা দিতে হবে না হোস্টিং কেনার জন্য

আর আপনারা যদি  গুগলের এই প্লাটফর্ম এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো ভালো থিম ফ্রি পাবেন।  

আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু পরবর্তীতে চাইলে যখন আপনাদের ওয়েবসাইটে দেখবেন ভিজিটর বেশি এবং অনেক আর্টিকেল আপনাদের ওয়েবসাইটে হয়ে গিয়েছে এবং আপনাদের  ওয়েবসাইটে এখন সাবডোমেইন ব্যবহার করতে চাচ্ছেন না।   

তাহলে কিন্তু  আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে তারপর সেটা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি  ব্লগিং করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইট বিল্ডার এটির মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে গুগোল অ্যাডসেন্সে এপ্রুভ করিয়ে সেখান থেকে অর্থ  রোজগার করতে পারবেন।  

আর এটা যেহেতু সম্পন্ন গুগলের একটি প্রোডাক্টে অ্যাডসেন্সে  এপ্রুভ পেতে আপনার কোন সমস্যা হবে না, অনেকেই রয়েছেন যারা সাব ডোমেইন ব্যবহার করেও অ্যাডসেন্সে এপ্রুভ পেয়েছেন এবং পাচ্ছেন  

আর আপনারা যদি সাবডোমেইনে অ্যাডসেন্সে  অ্যাপ্রুভ  করাতে চান তাহলে সে ক্ষেত্রে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করে তারপরে আপনার এডসেন্স এর জন্য এপ্লাই করে তারপরে এপ্রুভ করে নিতে পারেন।

 . ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন 

যদি আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর কথা চিন্তা করতে চান তাহলে এই ওয়াডপ্রেস আপনাদের জন্য সবথেকে ভালো হবে।  ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনারা ওয়েবসাইট বানাতে চান তাহলে সে ক্ষেত্রে ওয়াডপ্রেস আপনাদেরকে সবার প্রথমে একটি একাউন্ট করতে  হবে  

একাউন্ট  বানানোর পরে আপনারা ওয়েবসাইট বানানোর জন্য একটি অনলাইন সফটওয়্যার পেয়ে যাবেন  আর যেটাকে বলা হয়ে থাকে WordPress Dashboard.  

অনেক ধরনের টেম্পেলেট আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে পেয়ে যাবেন সেগুলোর ভেতরে যে কোন একটা আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন  

অনেক ধরনের থিম পাবেন  ওয়ার্ডপ্রেস এর ভিতরে একদম বিনামূল্যে সেগুলো চাইলে আপনার ব্যবহার করতে  পারেন আপনারা যে রকম এর ওয়েবসাইট বানাতে চান অর্থাৎ, যে ক্যাটাগরির ওয়েব সাইট বানাতে চান সেই ক্যাটেগরির মত একটা আপনারা ওয়াডপ্রেস থেকে বেছে নিবেন।  

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর ভিতরে লগইন করলে আপনারা সমস্ত অপশন গুলো দেখতে পারবেন সেখান থেকে আপনাদেরকে এই সমস্ত কাজ গুলো পরিচালনা করতে হবে নিজের ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজেশন আর্টিকেল পাবলিশ করাপেজ এড করা , এছাড়া ও ওয়েবসাইট এর ভিতরে  যত ধরনের কাছে রয়েছে সমস্ত ধরনের কাছে আপনারা এই এডমিন প্যানেল অর্থাৎ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর ভিতরে গেলে সব করতে পারবেন  

ওয়ার্ডপ্রেসে আপনি একটি ওয়েবসাইট সারা জীবনের জন্য একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন  কিন্তু আপনি যদি কিছুদিন ব্যবহার করার পর দেখেন আপনারা ফ্রি ব্যবহার করতে ভালো লাগতেছে না তাহলে আপনারা যদি চান তাহলে কিন্তু পেইড ভার্সন ইউজ করতে পারেন  

আর সেটা করার জন্য আপনাদেরকে প্রিমিয়াম ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে হবে ডোমেইন হোস্টিং কিনে নিতে হলে আপনাদেরকে কিছু টাকা ডোমেইন হোস্টিং কোম্পানিকে দিতে হবে কিন্তু আপনার যদি ফ্রি ব্যবহার করেন তাহলে কোন টাকা দিতে হবে না। 

ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যদি আপনার ওয়েবসাইট বানান তাহলে পরবর্তী যদি আপনার এই কমার্স  ওয়েবসাইট বানাতে চান তাহলে সেটাও আপনারা করতে পারবেন  

 

ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের থিম পাওয়া যায় সেই  থিমগুলোর ভেতরে আপনারা কমার্স ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন থিম  পাবেন সেগুলো ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কমার্স ওয়েবসাইট খুব সহজে বানিয়ে নিতে পারবেন।   

Read More – ডোমেইন হোস্টিং কি,কেন কীভাবে ব্যবহার করবেন?  

. Webnode.com – free website builder 

Webnode এমন একটা ওয়েবসাইট বানানোর সফটওয়্যার বা টুলস  বলা যায় যার মাধ্যমে  আপনারা খুব সহজে প্রফেশনাল    আধুনিক ওয়েবসাইট  বানিয়ে ফেলতে পারবেন কয়েক মিনিটের ভিতরে   আর  এই ওয়েবসাইট বিল্ডার টির মাধ্যমে আপনারা ওয়েবসাইট বানিয়ে আপনাদের  business অথবা  ওয়েবসাইট, ব্লগ  কিংবা  one page site   বানিয়ে  নিতে পারবেন খুব সহজে।  

আর আপনারা কিন্তু এই ওয়েবসাইট বিল্ডারটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে একটি ওয়েবসাইট বানাতে পারবেন কোন টাকা দিতে হবে না  একদম বিনামূল্যে বানাতে পারবেন

Webnode ব্যবহার করে কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকেও বানাতে পারবেন একটা ওয়েবসাইট  এবং সুন্দরভাবে ডিজাইন  করতে পারবেন। 

 আপনাদের কোনো  কোডিং এর জ্ঞান থাকা লাগবে না কোডিং না  জানলেও আপনারা এই ওয়েবসাইট বিল্ডার টির মাধ্যমে বানাতে পারবেন খুব সহজে , আর এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে ওয়েবসাইট বানালে আপনারা বিভিন্ন ধরনের  টেমপ্লেট  ফ্রি পাবেন  যেগুলোকে ব্যবহার করে আপনারা খুব সহজে  প্রফেশনাল  মানের একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন।  

তাহলে আর দেরি কিসের জন্য , এখনই আপনারা  webnode website builder  ওয়েবসাইটে ভিজিট করেন এবং নিজের জন্য একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট বানিয়ে নিন  

. Weebly.com – Create free website 

আপনারা যদি অনলাইনের মাধ্যমে একটা  শপিংস্টোর, ব্লগ  অথবা সুন্দর ওয়েবসাইট  বানাতে চান তাহলে কিন্তু আপনার সবকিছুই  weebly অনলাইন website creator software  এরমাধ্যমে করে নিতে পারবেন। এই ওয়েবসাইট বিল্ডারটির মাধ্যমে ওয়েবসাইট তৈরি  করে নেওয়া কিন্তু অনেক সহজ। 

Drag & drop ওয়েবসাইট বিল্ডার, সুন্দর সুন্দর ওয়েবসাইট  ডিজাইন (theme & template)  এইসমস্ত ফিচারস গুলো ব্যবহার করে আপনারা কিন্তু নিজেদের জন্য একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কোন সময় , ব্লগ  অথবা   অনলাইন শপিং স্টোর বানিয়ে ফেলতে পারবেন কোন ধরনের কোডিং অথবা  ওয়েবডিজান   অভিজ্ঞতা ছাড়াই।

আপনারা যদি বিশেষ করে অনলাইন এর মাধ্যমে একটা শপিং করার ওয়েবসাইট বানাতে চান তাহলেসে ক্ষেত্রে  আপনাদের জন্য  weebly  অনেক কাজে আসবে  

Weebly এমনিতে ফ্রি  এবং আপনারা চাইলে একদম ফ্রিতেই  ব্লগ  অথবা   যেকোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন মত কিন্তু, ফ্রি প্ল্যানে  আপনাদের জন্য কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন থাকবে।

যেমন মনে করেন যে  – 

·        আপনাকে শুধুমাত্র  ৫০০ mb স্টোরেজ  দেওয়া হবে

·        আপনাদের হাতে বানানো ফ্রি ওয়েবসাইট  weebly দ্বারা বিজ্ঞাপন  দেখানো হতে পারে।

·        আপনাদের  weebly.com এরsubdomain ব্যবহার করতে হবে প্রিমিয়াম ডোমেইন ব্যবহার করতে পারবেন না   

যদিও বা উপরে বলা টি সীমাবদ্ধতার  থেকেআপনাদের কোন অসুবিধা নেই  এরকমটা যদি হয়ে থাকে  তাহলে আপনারা নিশ্চিন্তে weebly online website builder software  ব্যবহার করে একটা ওয়েবসাইট অথবা ব্লক বানিয়ে ফেলতে পারেন  

·        Visit weebly website 

 

৫. Simple Site  

সিম্পল সাইট এই ওয়েবসাইট বিল্ডার টিকে ব্যবহার করে   ওয়েবসাইট বানানো এতটাই সহজ যে মোবাইল দিয়ে আপনারা এই ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানাতে পারবেন  বেশিকিছু  চমকেদেওয়ার মতো কোনো ফিচারস না থাকলেও, সিম্পল সাইট মূলত  সাধারণের ভেতরে একটি অসাধারণ ওয়েবসাইট বিল্ডার বলা যায় এটিকে  

সিম্পল সাইট  এর প্রধান আকর্ষণ হলো  এর মোবাইল এডিটরযারমাধ্যমে মোবাইল থেকে সম্পূর্ণভাবে ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব   

আরতাছাড়াও ওয়েবসাইট ডিজাইনের শুরুতে সরাসরি এডিটরে  পড়াশোনা করে একটা ট্যুর দেওয়া  হয়েথাকে  গাইডহিসেবে,   আরযেটা সিম্পল সাইটের ওয়েব বিল্ডার ব্যবহার  করা কাজগুলোকে অনেকটাই সহজ করে দিয়ে থাকে  

সিম্পল সাইট  এর ফ্রি ভার্সন আপনাদের   ওয়েবসাইটের ভেতরে সর্বোচ্চ ১৫ টি পেয়েছে অ্যাড করতে পারবেন।  আরতাছাড়া আপনারা ওয়েবসাইটের নিচে ছোট করে  সিম্পল সাইট এর Branding হিসেবে একটি  ব্যানার  দেখানো হয়ে থাকে 

সিম্পল সাইট এর ফ্রি ডোমেইন simplesite.com  দিয়ে শেষ হয়ে থাকেঅর্থাৎ এটা হল একটা সাবডোমেইন   আর তাছাড়াও  ফ্রি সিম্পল সাইট  ওয়েবসাইটের মাধ্যমে আপনার  ৫টিপর্যন্ত ফ্রী  প্রোডাক্ট  বিক্রি করার সুযোগ রয়েছে এখানে  

·        Visit Simple Site

About techtipsbd.us

Check Also

প্রধানমন্ত্রীর বক্তব্যে যা বললেন রিজভী

সরকার উচ্ছেদের ষড়যন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির …