আশা করি যে সকলে ভালো আছে ,বর্তমান সময়ে
একাউন্ট সবথেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক।
বলতে পারেন যে 90% যোগাযোগ করা হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
2004 সালে শুরু হওয়া ফেসবুক এবং বর্তমানে ফেসবুকের যে ভার্সন রয়েছে তার ভেতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে । 2014 এবং 2015 সালের দিকে কিন্তু ফেসবুকে ছিল লাইক এবং রিয়েকশন। বর্তমান সময়ে কিন্তু এখন ফেসবুকে রিয়েক্ট সংখ্যা হল সাতটি এর মত । তার ভিতরে রয়েছে , লাইক, লাভ, কেয়ার, স্যাড, হাহা, ওয়াও এবং এংরি। আর তাছাড়া ও গ্রেটফুল নামে ফেসবুকের একটা রিয়েকশন ছিলো যেটাকে ফেসবুক কিছুদিন আগে রিমুভ করে দিয়েছে , যেটা এখন বর্তমানে আর নেই।
2016 সালের দিকে সবথেকে জনপ্রিয় ছিল ফেসবুক লাইক অপশন । সকলেরই পোস্টে দেখা যেত অসংখ্য লাইক এবং রিয়েকশন । আসলে সত্যি কথা বলতে ওই সময়টাতে সকলেরই লাইক কমেন্ট এর উপরে একটু বেশি দুর্বলতা ছিল । তখনকার সময়ে যারা ফেসবুক ব্যবহার করতো সবাই তারা তাদের পোস্টে বেশি লাইক কমেন্ট পাওয়ার আশা করত । কিভাবে বেশি লাইক কমেন্ট পাওয়া যায় ফেসবুকে এই বিষয় নিয়ে তারা বেশি চিন্তা করতো।
কিন্তু বর্তমানে এখন কিন্তু পুরোটাই উল্টো হয়ে গিয়েছে । কয়েকদিন আগে ফেসবুক অফিশিয়াল ভাবে তাদের ফেসবুক রিয়েকশন প্রিফারেন্স নামে নতুন একটা ফিচার চালু করে দিয়েছে , আর এই ফিচারটির ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিতে যে সমস্ত ফটো এবং ভিডিও আপলোড করবেন সেই সমস্ত ফটো এবং ভিডিও নিচে যে সমস্ত রিয়েকশনআসবে সে গুলোকে চাইলে আপনারা হাইড করে রাখতে পারবেন।
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে করতে হয়, তাহলে আসুন আমরা জেনে নেই যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে রিয়েকশন গুলো হাইড করে রাখতে পারবেন।
আপনারা এই কাজটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে আপনাদের ফেসবুক একাউন্টে লগইন করতে হবে । ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার পরে আপনারা দেখতে পারবেন যে , ডানপাশে আপনাদের ফেসবুক প্রোফাইলটি দেখাচ্ছে যেখানে আপনারা লগআউট করতে পারেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে । অর্থাৎ , ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার পর আপনারা একটা আইকন দেখতে পারবেন ডানপাশে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে । ক্লিক করার পর আপনারা নিচের ছবির মত দেখতে পাবেন ।
এ রকমের একটা ছবি আপনারা দেখতে পারবেন এরকম আপনারা দেখতে পাওয়ার পরে আপনাদের এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এসেছে ,
এরপর আপনাদেরকে উপরের ছবিতে মার্ক করার নিউজ ফিড প্রিফারেন্স এই অপশনটিতে ক্লিক করতে হবে । এখানে ক্লিক করার পরে আপনারা নিচের ছবিটির মত দেখতে পারবেন।
নিউজ ফিড প্রিফারেন্স অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা উইন্ডো আসবে সেখানে আপনারা নিচের ছবিটির মত দেখতে পারবেন লেখা রয়েছে।
রিয়েকশন প্রিফারেন্স এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে 2 টি নতুন অপশন ওপেন হবে উপরের ছবির মত আপনারা দেখতে পারবেন।
সেখানে দুইটি অপশন রয়েছে একটি হলো অন্যদের রিয়েকশন হাইড করার জন্য আর অপরটি হল অন্য সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছে আপনার রিয়েকশন হাইড করার জন্য।
আর আপনারা যদি অন্য সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছে আপনার রিয়েকশন হাইড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা উপরে দেওয়া ছবিতে রেড মার্ক করা এই অপশনটিতে টিকমার্ক দিয়ে চালু করে নিবেন,মানে এনাবল করে নিবেন।
এর পরে কিন্তু আপনি কাজ একদম শেষ ,তারপর থেকে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনাদের রিয়েকশন হাইড করতে পারবেন।আপনারা কেউ চাইলে এই কাজটি এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়েও করতে পারবেন।
সে ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে সেটিংস এ যাওয়ার পরে Restrict Reaction লিখে সার্চ করার পরে রিয়েকশন প্রিফারেন্স অপশনটি চলে আসবে আপনাদের সামনে।
আর আমি কম্পিউটার থেকে যেভাবে করলাম,ঠিক সে রকম ভাবে আপনাদেরকে মোবাইল থেকেও করতে হবে তাহলে আপনাদের কাজটি হয়ে যাবে।
আমাদের শেষ কথা
তাহলে আজকে আমাদের আর্টিকেলে আপনারা শিখতে পারলাম যে, কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিয়েকশন হাইড করতে পারবেন।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লেগেছে।
আর আপনার যদি এমন কোন বন্ধু থাকে যার কাছে আর্টিকেলটি শেয়ার করলে তার অনেক উপকার হবে তাহলে অবশ্যই আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যে বন্ধু আপনার ফেসবুক থেকে তার ফটো এর ভেতরে যে রিয়েকশন গুলো পড়েছে সেগুলো হাইড করতে চাই কিন্তু , কিভাবে করবে পারতেছে না তার সাথে অবশ্যই আপনারা এই আর্টিকেলটি শেয়ার করবেন।