নিজের এলাকায় শুটিং করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে তিনি নির্মাতা জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার শুটিং করছেন। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানিয়েছেন ।
চিত্রনায়ক জায়েদ খান তার স্ট্যাটাসে লিখেছেন, নিজের প্রাণের শহর, পিরোজপুরে আসছি, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এটা আমার জন্মস্থান পিরোজপুর দ্বিতীয়য় কোন চলচ্চিত্রের শুটিং। এর আগে অন্তর জ্বালা চলচ্চিত্রের শুটিং করেছি এখানে। সবাই দোয়া করবেন।
সিনেমা সোনার চর-এ একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এর আগে তিনি মাতৃত্ব নামের একটি সিনেমা নির্মাণ করেছেন।
সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।