Home | education | কমার্স নিয়ে পড়লে কি হতে পারবেন? (এক আর্টিকেলে সকল তথ্য)

কমার্স নিয়ে পড়লে কি হতে পারবেন? (এক আর্টিকেলে সকল তথ্য)

আমাদের দেশের ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী পাশ করার পর তাদের জীবনের গতিপথ,

কিছুটা পাল্টে যায় আগের মত থাকে না 

কমার্স পড়ে কি হওয়া যায়

আর এই সময়টাতে সবার মনে প্রশ্ন এসে বাধা দেয় যেমানে এই সময় সবার মনে একটা কঠিন প্রশ্ন এসে বাধা দেয় যেকমার্স পরে কি হওয়া যায় ? 

আর এর মানে হলো তারা পরবর্তীতে কোন সাবজেক্টে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে এই বিষয় নিয়ে তাদেরকে চিন্তাভাবনা করতে হয় কেউ বিজ্ঞান আবার কেউ মানবিক আবার কেউ ব্যবসায় শিক্ষা সাবজেক্ট নিয়ে তাদের জীবনের লেখাপড়ার যাত্রা শুরু করে দেয়।  

বর্তমান সময় থেকে দশ পনের বছর আগেও আমাদের দেশে মানুষের মনে করে থাকত যে  ,  নিজেদের সন্তানদেরকে বিজ্ঞান  নিয়ে পড়ালেখা করালে  তারা ডাক্তার অথবা  ইঞ্জিনিয়ার  হতে পারবে।  আর তাই  সেই  জন্য তারা তাদের   সন্তানদেরকে  বিজ্ঞান  নিয়ে পড়ার জন্য বাধ্য করতো  

কিন্তু, বর্তমানে  কিন্তু  সময় বদলে গিয়েছে এখন  বিজ্ঞানের সাথে সাথে  এগিয়ে রয়েছে  কমার্স।  বর্তমান সময়ে কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা  কমার্স নিয়ে  পড়ালেখা করে তারা তাদের জীবন গড়ে তুলছে কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেএখন অনেক রকমের সুযোগসুবিধা পাওয়া যায় এবং তার সাথে সাথে অনেক বড় বড় কোম্পানিগুলোতে চাকরি করার  সুযোগসুবিধা গ্রহণ করা যায়

 

{tocify} $title={Table of Contents}

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে,কমার্স বিষয়টা আসলে কি? কমার্স পড়ে  আমরা কি হতে পারব? আর আপনার মনে যদি এরকম প্রশ্ন জেগে থাকে তাহলে আসুন জেনে নেই ,কমার্স এবং এই  সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধা গুলো নিয়ে।  

কমার্স পড়ে কি হওয়া যায়

 

কমার্স কি 

একদম সহজ ভাষায় বলতে গেলে , কমার্স হল বাণিজ্য  অথবা ব্যবসা।  আর এটা এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র ব্যবসাবাণিজ্য  এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করানো হয়ে থাকে  

আর এই বিষয়ের সাথে আরো কয়েকটা বিষয় জড়িত থাকে যেমন মনে করুন যে , পণ্য  অথবা পরিষেবার লেনাদেনা, পণ্য তৈরি করা এবং এর সাথে   বাজারজাতকরণ করাগ্রাহকদের সাথে  সম্পর্ক, ব্যবসা  করার নিয়ম কানুন , এই সমস্ত বিষয় গুলো এই সাবজেক্ট এর ভিতরে শেখানো হয়ে থাকে  

এক কথায় বলতে গেলে, ব্যবসাবাণিজ্য ব্যবসা করার নিয়ম কানুন সম্পর্কে কেউ পড়াশোনা যদি করতে চায় তাহলেতাদেরকে অবশ্যই  কমার্স নিয়ে  লেখাপড়া করা লাগবে।

 

কমার্সের যে বিষয় গুলো রয়েছে সেগুলো নিচে দেওয়া হল – 

জেএসসি পরীক্ষার পর  অর্থাৎ  অষ্টম শ্রেণী পাস করার পর কেউ যদি কমার্স নিয়ে পড়তে চায় তাহলে তাকে সে ক্ষেত্রে কয়েকটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে।  আর তাছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে তাকে পড়াশোনা করতে হবে।  আমাদের বাংলাদেশের ভেতরে কমার্সের বিষয়ের  সঙ্গে আরো কয়েকটা বিষয় পড়তে হয়  বাধ্যতামূলক সেগুলো নিচে Step-by-step বর্ণনা করা হলো –   

. বিজনেস স্টাডিজ : কমার্স নিয়ে যদি কেউ করতে চায় তাহলে তাকে অবশ্যই বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে হবেকেউ কমার্স নিয়ে  পড়াশোনা  করতে চাইলে বিজনেস স্টাডিস এই  সাবজেক্টটি  অবশ্যই তার থাকবে। কমার্সের বেশি সে একটা অংশ হলো  বিজনেস স্টাডিজ। আর এই সাবজেক্ট এর ভেতরে   আপনাদেরকে ব্যবসা এবং ব্যবসায় জড়িত যে সকল বিষয় গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে পড়ানো হবে।  

. একাউন্টান্সি :  কমার্স  নিয়ে যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই তাকে একাউন্টান্সি  নিয়ে  পড়া লাগবে একাউন্টান্সি  এর মানে হলো হিসাববিজ্ঞান। হিসাব বিজ্ঞান  বিষয়ে আপনাকে মূলত এখানে যা শেখানো হবে আপনাকে লেনদেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে এই বইটির ভিতরে সেখানে হবে অর্থাৎ এই সাবজেক্ট এর ভেতরে আপনাকে লেনদেন সম্পর্কে বিভিন্ন বিষয় শেখানো হবে  

কমার্স নিয়ে পড়াশোনা করলে, ভবিষ্যতে  অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু একাউন্টিং নিয়ে অনার্সমাস্টার্স  করার জন্য অনেক পছন্দ করে   বর্তমানে এখন অনেকে একাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে   আপনারা আপনাদের আশেপাশে বড় ভাইদের কাছে জিজ্ঞেস করলেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন   

. ইকোনমিক্স: কমার্সের আরও একটি বিষয় রয়েছে আর সেটা হল  ইকোনমিক্স। ইকোনমিক্স  মানে হলো  অর্থনীতি। অর্থনীতিকে  বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করা  যায়   এটা হল অভাব অধ্যায়ন, 

কিভাবে লোকেরা তাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে তার গবেষণায় এই  বইয়ের ভিতরে  পড়ানো হয়ে থাকেএকটা দেশের  অর্থনীতি  আর তার সাথে  সরকারের অর্থনৈতিক পদক্ষেপ সবকিছুই  এই বইটির ভিতরে আপনাদেরকে শেখানো হবে   

. ফাইন্যান্স: কমার্সের আরও একটা সবথেকে ভালো বিষয় হলো  ফাইন্যান্স। এই সাবজেক্ট এর ভেতরে আপনাদেরকে মূলত  ব্যাংকিং, ইন্সুরান্স, ফান্ডিং  এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ভালভাবে পড়ানো হবে   কমার্সের  যে বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলো থেকে এই বিষয়টা তুলনামূলকভাবে একটু বেশি কঠিন বলা যায়

অনেক ছাত্রছাত্রী  বিষয়টা নিয়ে একটু বেশি পরিমাণে চিন্তিত থাকেন।  আর আপনাদের ভিতরে কেউ যদি  ফাইন্যান্স  এই বিষয়টাকে নিয়ে অনার্সমাস্টার্স কমপ্লিট করতে পারে তাহলে কিন্তুদেখা যাবে যে সে  ভবিষ্যতে অনেক ভালো চাকরি করার সুযোগ সুবিধা পেয়ে যাবে   

. স্ট্যাটিসটিকস: এই বিষয়ের ভেতরে  তত্ত্বের অনেকগুলি  ধারণা দেওয়া থাকে যেমন মনে করেন যে , ভেরিয়েবলের  ভিতরে  কার্যকর সম্পর্ক প্রতীক, বীজগণিত, ক্যালকুলাস  এই সমস্ত  ক্ষেত্রে জোর দেওয়া  হয়ে থাকে বেশ কয়েকটা অর্থনৈতিক এবং সামাজিক ঘটনা ঘটনা পরীক্ষা  করবার জন্য , উপযুক্ত সংখ্যা অনুসারে অর্থনৈতিক তত্ত্ব গুলির আরো ভালোভাবে বোঝাও বিশ্লেষণ করা হয়ে থাকে   

. মার্কেটিং: এই বিষয়ে মূলত কিরে থেকে কিভাবে পণ্য কিনার জন্য উৎসাহী  করে তোলা যায় এবং বেশি পরিমাণে পণ্য বিক্রি করা যায় এই সমস্ত টেকনিক এবং পদ্ধতিগুলো শেখানো হয় অর্থাৎ স্ট্র্যাটেজি  যে গুলো রয়েছে সেগুলো এই বিষয়ের ভেতরে  শেখানো হয়ে থাকে   

. ম্যানেজমেন্ট:  এই বিশ্বের ভিতরে মূলত একটা কোম্পানি অথবা একটা অর্গানাইজেশন ম্যানেজ  করার জন্য  স্ট্রাটেজি    নিয়ম কানুন  যে গুলো রয়েছে সেগুলো শেখানো হয়ে থাকে এখানে মূলত  একটা কোম্পানি এর  কর্মচারীদের  কিভাবে ম্যানেজ করা লাগে সেই সমস্ত বিষয় গুলো হাতেনাতে শেখানো হয়ে থাকে  

 উপরের এই বিষয়গুলো মূলত  কমার্সের মূল বিষয়।  কমার্স নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে , এই বিষয়গুলো আপনাদেরকে নেওয়া লাগবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পড়তে হবে    

কমার্স পড়ে কি হওয়া যায় 

কমার্স নিয়ে লেখাপড়া করলে আপনারা বিভিন্ন সেক্টরে চাকরি করে সুযোগ পাবেন।  

কমার্স  নিয়ে পড়লে যে যে সেক্টরে চাকরি পাবেন   

. ব্যাংক 

আপনারা যদি কমার্স নিয়ে লেখাপড়া শেষ করেন , তাহলে আপনাকে ব্যাংকের চাকরির যেগুলো রয়েছে সেগুলোতে আপনাকে সবার থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে

বর্তমানে ব্যাংকে এখন অন্য সকল  ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী  নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তুদেখা যায় যে তাদের ভেতরে অনেকেই রয়েছে যারা ব্যাংকের কাজকর্মগুলো সম্পর্কে কিছুই বুঝে না। 

. শিল্প প্রতিষ্ঠান 

এখন বর্তমানে বড় বড় পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকেতাদের বেশিরভাগ মানুষেরই দেখা যায়  কমার্স নিয়ে  লেখাপড়া করে থাকে  

একটা শিল্প প্রতিষ্ঠানকে  কিভাবে সঠিক ভাবে চালাতে হবে এবং তার সাথে শ্রমিকদের মজুরি কিভাবে নির্ধারণ করতে হবে এবং কিভাবে এই সমস্ত কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করতে হবে,সেটা কিন্তু শুধুমাত্র  কমার্সের  ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়ে থাকে    

Read More – বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড ২০২২

Read More – রবি সিমের নাম্বার দেখার নিয়ম

আর আপনারা যদি  চার্টার্ড একাউন্টিং  ডিগ্রি থেকে থাকে তাহলেআপনাদেরকে প্রায়  ১০ লাখ টাকা  থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে   

. বীমা কোম্পানি 

আমাদের বাংলাদেশে  কিন্তু বর্তমানে এখন  বীমা কোম্পানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর এই সমস্ত বীমা কোম্পানিগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমার্সের স্টুডেন্টদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে বেশি চাকরি দেওয়া হয়ে থাকে  অন্য সকল ডিপার্টমেন্টের থেকে যারা  কমার্স  নিয়ে পড়াশোনা করে তাদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হয়   

. মার্কেটিং প্রতিষ্ঠান 

বর্তমান যুগ হলো  মার্কেটিং  জব বাংলাদেশের ভেতরে অনেক মার্কেটিং প্রতিষ্ঠান রয়েছে আর এই সমস্ত মার্কেটিং প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অন্য সকল ডিপার্টমেন্টের থেকে কমার্স নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের কি বেশি কাজের সুযোগ দেওয়া হয়   

. বিজনেস করতে পারেন  

আপনারা যদি চাকরি না করে নিজেদের জীবনে সফল হতে চান তাহলে সে ক্ষেত্রে   আপনারা ব্যবসা শুরু করতে পারেন   আর এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে কিন্তু বিজনেস সম্পর্কে জানতে হবে  

Read More – বাংলালিংক সিমের নাম্বার দেখার নিয়ম

 

Read More – রকেট একাউন্ট চেক করার কোড 

শুধুমাত্র কমার্স  নিয়ে পড়াশোনা করলে কিন্তু আপনি এই ব্যবসা সম্পর্কে জানতে পারবেন কমার্স পড়ে কি হওয়া যায়এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দেওয়া এখনো শেষ হয়নি   এখনো পিকচার বাকি রয়েছে  

কমার্স পড়ে  কি কি চাকরি পাবেন? 

বর্তমান সময়ে  কমার্স  পরে  কিন্তু  সকল বড়  ফ্যাক্টরি  চাকরি পাওয়া সম্ভব। চাকরি পাওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন।  যে কোন প্রতিষ্ঠানে খুব ভালো পদে চাকরি করা সম্ভব, যদি আপনারা কমার্স নিয়ে পড়াশোনা করেন তাহলে

কমার্স নিয়ে পড়াশোনা  আপনারা যে সমস্ত চাকরি করতে পারবেন তা হল, 

. চার্টার্ড একাউন্টেন্ট

কমার্স নিয়ে লেখাপড়া করলে   আপনারা যদি  একাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স  শেষ করে থাকেন তাহলেআপনারা এই চাকরিটি করতে পারবেন চার্টাড অ্যাকাউন্টেন্ট নিয়ে প্রথম আলোর  এই আর্টিকেলটি আপনারা পড়ে আসতে পারেনতাহলে আপনারা এই বিষয় সর্ম্পকে বিস্তারিত জানতে পারবেন।

. চার্টার্ড ফিনান্সিয়াল অনালিস্ট 

কমার্স নিয়ে পড়াশোনা শেষ করার পরে আপনারা যদি চান  ফাইন্যান্স নিয়ে অনার্স মাস্টার্স  অথবা BBA মেজর করেন  তাহলে কিন্তু আপনারা এই চাকরিটি অবশ্যই করতে পারবেন   

. কোম্পানি সেক্রেটারি 

এই চাকরিটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমার্স নিয়ে পড়াশোনা শেষ করতে হবে এবং তার পরে আপনাকে  বিজনেস স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স  অথবা BBA মেজর  করা লাগবে  

. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 

কমার্স নিয়ে পড়াশোনা শেষ করে আবার আপনারা যদি চান  ম্যানেজমেন্ট নিয়ে অনার্স মাস্টার্স  অথবা BBA সম্পূর্ণ  করবেন তাহলে কিন্তু আপনারা এই পদে চাকরি করতে পারবে না তাতেই চাকরিটি তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন   

. ইকোনমিস্ট 

এই চাকরিটি যদি আপনারা করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কমার্স নিয়ে লেখা পড়ে শেষ করতে হবে এবং তার পরে আপনাকে  ইকোনমিক্স নিয়ে আপনার অনার্স মাস্টার্স  সম্পূর্ণ করে নিতে হবে তাহলে আপনারা এই  চাকরিটা করতে পারবেন   

. স্টক ব্রোকার 

এই চাকরিটি যদি আপনাকে করতে ইচ্ছুক থাকেন তাহলে সবার প্রথমে আপনাকে  কমার্স নিয়ে পড়াশোনা শেষ করতে হবে এবং তারপরে  আপনাদেরকে ফাইন্যান্স বিষয় নিয়ে অনার্স মাস্টার্স  কিংবা BBA সম্পন্ন করা লাগবে।  

আর এই সমস্ত চাকরিগুলো ছাড়াও আপনারা অন্য সেক্টরে চাকরি করতে পারবেন সেগুলোর লিস্ট  নিচে দেওয়া হল –   

·        লোন এক্সিকিউটিভ

·        ফিনান্সিয়াল প্লানার

·        ভেঞ্চার ক্যাপিটালিস্ট

·        এগ্রিকালচার ইকোনমিক্স

·        একাউন্টেন্ট

·        ব্যাংকার

·        প্রোডাক্ট ম্যানেজার

·        সেলস ম্যানেজার

       

কমার্স পড়ে কি হওয়া যায়, আপনাদের এই প্রশ্নের এটা ছিল সংক্ষিপ্ত একটি উত্তর   উপরে শুধুমাত্র আপনারা কমার্স পরে  কি  হতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

Read More – বর্তমানে সবথেকে লাভজনক উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া

আর এবার আপনারা যদি চাকরি না করতে চান তাহলে কি করবেন সে বিষয়ে সম্পর্কে আলোচনা করব অর্থাৎ, আপনারা যদি চাকরি করতে ইচ্ছুক না হন তাহলে আপনারা  কমার্সে পড়ে  কি করতে পারবেন এই বিষয় সর্ম্পকে আলোচনা করব  

চাকরি ছাড়া, কমার্স পড়ে কি হতে পারবেন ? 

কমার্স বিষয় নিয়ে পড়াশোনা করে আপনি যদি চাকরি না করতে চান তাহলেআরো অনেক পথ রয়েছে  অর্থ রোজগার করে কমার্স পড়ে আপনি  দক্ষ ফ্রিল্যান্সার  হতে পারবেন খুব সহজেই অনলাইনেহিসাব নিকাশ করার অনেক কাজ পাওয়া যায়  

. ডিজিটাল মার্কেটিং 

এখন বর্তমানে অনেক কোম্পানি রয়েছে তারা তাদের  ব্যবসা পরিচালনা করার জন্য ডিজিটাল মার্কেটিং করে থাকে  অর্থাৎ  তারা তাদের  প্রোডাক্ট এর প্রচার করার জন্য  ডিজিটাল মার্কেটিং করে থাকে আর এই ডিজিটাল মার্কেটিং জন্য কোন অফিসে বসে না থেকে কিন্তু  এক গুঁয়েমি ভাবে কাজ  করা লাগে না , বরং আপনারা আপনাদের নিজেদের বাসাতে বসিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো করতে পারবেন  

আরও পড়ুন: ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন ? 

. সোশ্যাল মিডিয়া মার্কেটিং 

বর্তমানে এখন সব কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে আর এই সমস্ত  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম  ম্যানেজ করার জন্য তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার প্রয়োজন হয়ে থাকে 

তাই আপনারা চাইলে আপনাদের বাসায় বসে এই কাজগুলো করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন কমার্সের পড়াশোনা শেষ করে। 

. ব্যবসা  

অনেকে চাকরি করার জন্য আগ্রহী থাকে নাতাই আপনারা চাইলে কিন্তু আপনাদের কমার্স নিয়ে পড়াশোনা শেষ করার পরে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন   আপনারা যদি চাকরি করতে না চান তাহলে কিন্তু অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায় এইগুলোই ছিল সব থেকে সহজ উত্তর 

. ফ্রিল্যান্সিং 

বর্তমান সময়ে ফিল্যান্সিং একটি জনপ্রিয় ব্যবসা অনেক তরুণ তরুণীরা এখন  ফ্রিল্যান্সিং পেশার   সাথে জড়িত আপনি চাইলে কিন্তু  ফ্রিল্যান্সিং  শুরু করতে পারেন।

আপনি কমার্সের পড়াশোনা শেষ করার পরে কিন্তু আপনার বাসায় বসেই ফ্রিল্যান্সিং এর কাজ  করতে পারবেন যেমন মানে করুন, কমার্শিয়াল ইমেইল রাইটিং, প্রোডাক্ট কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনের কাজ , ভিডিও এডিটিং , ওয়েব ডেভেলপমেন্টএনিমেশন ভিডিও আরো এরকম হাজার হাজার  কাজ রয়েছে যে কাজগুলো আপনার ইচ্ছা করলে শুরু করতে পারেন  

আপনাদের বোঝার সুবিধার্থে নিচে কিছু ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হল এই সমস্ত  ওয়েবসাইটগুলোতে আপনার কাজ করতে পারবেন : 

·        Freelancer.com

·        Flexjobs

·        SimplyHired

·        Toptal 

·        Upwork

·        Fiverr

·        People Per Hour

·        ServiceScape

·        Guru 

. কোর্স ইন্সট্রাক্টর 

আপনারা বাসায় বসে যেকোনো বিষয়ের উপর কোচিং শুরু করতে পারেন কমার্সের সাবজেক্ট এর উপরে। এই কাজ করে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অর্থ  রোজগার করতে পারবেনআর এই কাজটি করার জন্য আপনার দরকার হবে একটি কম্পিউটার ইন্টারনেট সংযোগ আপনারা কিন্তু খুব সহজেই কোর্স ইনস্ট্রাকশন  দেওয়ার কাজ করতে পারবেন 

অনলাইনের মাধ্যমে কোর্স বিক্রি করে  অর্থ রোজগার  করার কিছু ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হল  : 

·        Youtube

·        bohubrihi

·        learning bangladesh

·        instructory

·        repto

·        msbacademy 

আমাদের শেষ কথা  

এইগুলোই ছিল কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায় এই প্রশ্নটি সংক্ষিপ্ত একটি উত্তর আপনাদের জন্য বর্তমান যুগে কমার্স মেয়ে লেখাপড়া শেষ করলে অনেক ভালো চাকরি করে সুযোগ সুবিধা রয়েছে 

আগের সেই দিন চলে গিয়েছে যখন মনে করা হতো ছাত্রছাত্রীরা শুধুমাত্র বিজ্ঞান  নিয়ে পড়াশোনা করতো 

বর্তমানে সবথেকে জনপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন কমার্স। বলা যায় যে , কমার্স নিয়ে  লেখাপড়া শেষ করলে ভবিষ্যত উজ্জ্বল। তথ্যPriyo  Career

 

About techtipsbd.us

Check Also

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়?

  কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়   কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন …