Home | education | ইংরেজিতে ভালো করার উপায় (অসাধারণ ১৩টি কৌশল)

ইংরেজিতে ভালো করার উপায় (অসাধারণ ১৩টি কৌশল)

আজকে আমরা আমাদের আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা 

করব ইংরেজিতে আপনারা কিভাবে ভালো করতে পারবেন, 

 

ইংরেজিতে ভালো করার উপায় (অসাধারণ ২০টি কৌশল জেনে নিন )
Photo By unsplash

 

অর্থাৎ ইংরেজিতে ভালো করার উপায় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকের  এই টিউটোরিয়ালে।  

{tocify} $title={Table of Contents}

 

১। চিন্তা ভাবনাটা ইংরেজিতে করতে হবে : 

আরো পডুন: লাভজনক স্টক মালের ব্যবসার আইডিয়া

সাধারণভাবে আমরা একজন মানুষের সাথে যখন কথা বলব তখন যদি আমরা চিন্তা করি তার সাথে কিভাবে কথা বলব সেটা প্রথম  বাংলাতে ভেবে নেই   আর তারপরে যদি আমরা সেটাকে মনে মনে ইংরেজিতে অনুবাদ করতে থাকি এবং এরপরে যদি ইংরেজি  বলি  

আর এর ফলে যেটা হবে সেটা হল , বারবার ইংরেজি এবং বাংলা বলার কারনে আমাদের বাংলা  এবং  ইংরেজিতে  আসাযাওয়া চলতে থাকে আর যে কারণে দেখা যায় যেকথার ভিতরে ফ্লুয়েন্সি থাকে না   

আর তাই আমাদেরকে  চিন্তাভাবনা ইংরেজিতে করতে হবে   আর এটা কিন্তু শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে  নয় যে সময় আমরা নিজেরা মনে মনে কিছু চিন্তা করবা তখনও কিন্তু সেই চিন্তাটা ইংরেজিতে করার চেষ্টা করতে হবে আমাদেরকে   

. একা একা কথা বলা:

আপনারা যদি ইংরেজিতে কথা বলার অভ্যাসটা করে ফেলতে পারেন , যখন আপনাদের আশেপাশে কেউ থাকবে না , সেই চিন্তাগুলো নিজেকে নিজে করে ফেলুন। আপনাদের নিজেদের কারণ যখন কথাগুলোকে শুনতে পারবে , তখন কিন্তু সে সময়  ভুলগুলো ধরিয়ে দিতে পারবে আপনারা যখন প্র্যাকটিস্  করবেন প্রত্যেক বার প্র্যাকটিস করার সময় কিন্তু বুঝতে পারবেন যেআপনাদের  ফ্লুয়েন্সি কতটা পরিমাণে বেড়ে গিয়েছে 

. বেশি পরিমাণে কথা বলার অভ্যাস করুন  

আরো পডুন:সিম কার্ড কি এবং সিম কার্ড কিভাবে কাজ করে?

একটি প্রবাদ রয়েছেএকজন লেখক কিন্তু লেখার অভ্যাস থেকে লেখক হয়অর্থাৎ সে লিখতে লিখতে কিন্তু লেখক হয়ে যায়   যত চেষ্টা করে সে  ততোই কিন্তু তার লেখার স্টাইল ভালো হয় এবং লেখার মান ততই ভাল হয় একটা  সময় দেখতে দেখতে  কিন্তু একটা সময় দেখা যায় যে লেখক হয়ে যায়

 

 

আর সে রকম ভাবেই কিন্তু আপনি যত বেশি পরিমাণে লেখালেখি করবেন বা লেখালেখি বিষয়ে রিচার্জ করবেন ততো ভালো মানের লেখক আপনি হয়ে উঠতে পারবেন আস্তে আস্তে করে আর একটা সময় দেখা যাবে যে আপনি অনেক ভাল একজন লেখক হয়ে গিয়েছেন   

আর ইংরেজির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম এরই আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে  বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে   

আর তাই সে জন্য আপনাদেরকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে  আর যত বার সম্ভব হবে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে ইংরেজিতে  কথা বলার চেষ্টা করবেন। ভুল  করবেন এই ভেবে কখনো  লজ্জা পাবেন না।  কারণ আপনারা যত বেশি পরিমাণে অনুসরণ করতে পারবেন  যত বেশি প্র্যাকটিস করতে পারবেন ঠিক ততটাই কিন্তু আপনারা ভাল  আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন খুব সহজেই। আর তার পাশাপাশি কিন্তু আপনাদের জানামতে  ভোকাবুলারিও আরো সমৃদ্ধ  হতে থাকবে। 

৩। গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা: 

আরো পডুন:ইনস্টাগ্রামে ফলোয়ার কিভাবে বাড়াবেন (ফলোয়ার বাড়ানোর টিপস)

বেশিরভাগ সময় দেখা যায় যে ইংরেজিতে কথা যখন বলে তখন বেশি সমস্যা হয় গ্রামার নিয়ে। গ্রামার নিয়ে এমনিতে কোন রকম সমস্যা দেখা যায় না নির্ভুল গ্রামারে ভালোভাবে লিখতে পারছি  

কিন্তু কথা বলতে যখন যায় তখন দেখা যায় যে গ্রামারে টুকটাক  ভুল  হচ্ছে আর তখনই দেখা যায় আমরা থেমে যাই  বা থেকে যাচ্ছি  

Read More: সকল সিমের নাম্বার দেখার কোড ২০২২ (সকল সিমের দরকারি কোড)

 আর এই কারণেই কিন্তুপ্র্যাকটিস করার সময়  গ্রামার নিয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না   তাহলে কি  করব  ভুল হচ্ছে তোহতে থাকুক 

কথা বলা থামাতে যাবেন না গ্রামারের ভুলগুলো  যতদিন যাবে ততোই  কিন্তু কমে আসতে থাকবে কিন্তু, গ্রামারের কথা ভেবে  যদি আপনারা বলা থামিয়ে দেনতাহলে দেখা যাবে কিন্তু  ফ্লুয়েন্সি কখনোই  আর আসবে না  

. ইংরেজি নিউজ পেপার পড়ুন 

আপনারা যদি সত্যিকার অর্থে ইংরেজিতে ভালো করতে চান তাহলে ইংরেজি যে সকল নিউজ পেপার গুলো রয়েছে সেগুলো পড়া আপনাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের দেশের  ব্রডশিটের  সাথে সাথে  ম্যাগাজিন  ট্যাবলয়েড সহ ইংরেজি  ভাষা এর  অনেকগুলো সংবাদপত্র রয়েছে  

আর তার সাথে সাথে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে বিদেশি পত্রিকাগুলোও  প্রতিদিন একবার করে দেখে নিতে পারেন। 

ইংরেজি পত্রিকা  পড়ার কারণে কিন্তু  আপনাদের বর্তমান বিষয়ের  সঙ্গে আপ টু ডেট থাকতে পারবেন খুব সহজেই  

আর তার পাশাপাশি সংবাদ উৎসের এই বৃহৎ পরিসর  আপনাদেরকে কিন্তু নিত্যনতুন শব্দভাণ্ডারকেও প্রসারিত করতে থাকবে। আরেকটা বড় সুবিধা হলআপনি কিভাবে আপনাদের  শব্দের বানান যেসব প্রসঙ্গে  সেগুলোকে ব্যবহার করা হয় তা শিখে নিতে পারেন   

Read More: গ্রামে লাভজনক ৫টি ব্যবসার আইডিয়া (small business)

বাংলাদেশের সবথেকে জনপ্রিয় কয়েকটি ইংরেজি পত্রিকার তালিকা নিচে দেওয়া হল –  

·        Daily Star

·        New Age

·        Daily Sun

·        Independent

·        Prothom Alo English

·        Click Ittefaq

·        BD NEWS 24

·        Bangla News 24

·        Asian Age

·        Bangladesh Today

·        The Report 24

·        Bangladesh News

·        Dhaka Tribune

·        Financial Express

·        New Nation

·        Energy Bangla

·        Observer

·        News From Bangladesh

·        Holiday

·        Good Morning

·        The Business Standard

·        Bangladesh Post

 

তথ্যসূত্রbdblog 

. প্রচুর পরিমাণে ইংরেজি শোনা 

আমি যত পরিমাণে ইংরেজি বই  পরে শিখতে পেরেছিতার থেকে বেশি   শিখতে পেরেছি  ইংরেজি মুভি  এবং সিরিজ  দেখার মাধ্যমে টিভি সিরিজ  মুভি শুধু  আমাদের ইংরেজি শব্দভাণ্ডারই বাড়ায় না শুধুবরং এটা কিন্তু  ইংরেজিতে কথা বলা   অনেক সহজ করে দিয়েছে   

আর  এই সিরিজ  অথবা  মুভি দেখতে  যাওয়ার পরেই   আমি বুঝতে পারলাম যে ইংরেজির কিছু আলাদা শব্দ  অবশ্যই থাকে।  আর  সেগুলোর বাংলা অর্থ করলে দেখা যাবে।  কোন কিছুই বুঝা যাচ্ছেনা সেগুলো যত না শব্দ অথবা  বাক্যতার থেকেও বেশি এক্সপ্রেশন।  

আর সব থেকে বড় কথা হল  ইংরেজিতে কথা বলার সময় এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার  আমাদের কথা গুলোকে আরো বেশি পরিমাণে শ্রুতিমধুর করে  তোলার জন্য অনেক সাহায্য করে   তাই আপনাদেরকেপ্রতিদিন প্রচুর পরিমাণে ইংরেজি সিরিজ  এবং  মুভি দেখতে হবে।

. English Movie দেখার অভ্যাস করুন 

Read More: মহিলাদের জন্য ঘরে বসে করা যাবে এমন ৫টি ব্যবসা করার আইডিয়া

ইংরেজিতে ভালো করার সবথেকে সহজ উপায় হলো English Movie প্রচুর পরিমাণে দেখা। আর এর একমাত্র কারণ হল মুভি দেখার  মাধ্যমে আপনারা  এই ভাষাটিকে শেখার জন্য আপনারা মুভি দেখার সাথে সাথে প্রয়োগের বিভিন্ন পদ্ধতিও  খুব সহজেই দেখতে পারবেন। ভিজ্যুয়াল দৃশ্য ইংরেজি কথোপকথনের ধরনে অভ্যস্ত হতে স্পষ্টভাবে ভাষার প্রতি অনুভূতি পাওয়ার জন্য আপনাকে অনেক সাহায্য করবে।  

শুধুমাত্র  English Movie নয়, ইংরেজী নির্মিত অসংখ্য পরিমাণে তথ্যচিত্র রয়েছেআর যেটা আপনারা ইচ্ছে করলে  অনলাইনের   মাধ্যমেও  খুব সহজে পেয়ে যাবেন। 

একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র  এর  জন্য একটি  ভাষার সংস্পর্শে  আশা আপনাদেরকে  মূলত  কিন্তু  ইংরেজিতে চিন্তাভাবনা শুরু  করার জন্য অনেক সাহায্য করবে। 

আর  সত্যি কথা বলতে , আমি কিন্তু এইভাবে ইংলিশ মুভি দেখে বেশ ভালোভাবেই ইংলিশ শিখতে পেরেছি যতটা না বই পড়ে জানতে পেরেছি তার থেকে বেশি ইংলিশ মুভি দেখে শিখতে পেরেছি  

. ইংরেজি গান গাওয়া: 

Read More: অন পেজ এসইও কি,অনপেজ এসইও কিভাবে করবেন? (বাংলা টিউটোরিয়াল)

এই কাজটা আমি খুব বেশি পরিমাণে করতাম   আমি প্রচুর পরিমাণে  গান শুনতাম আর তারপরে  সেই  গানগুলোকে গাওয়ার চেষ্টা  করতাম   আর সেটা শুনতে যতটাই  বেসুরা বা  খারাপ হোক না কেন !

 এর একমাত্র সুবিধা হল যেসুরে সুরে গান গেয়ে  যাওয়ার মাধ্যমে কিন্তু  ইংরেজি বলার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে   আর তার সাথে কিন্তু এই  সুর তালের কারণেই  আমাদের খুব একটা  ভেবে গাইতে হচ্ছে না। আর যার ফলে  না  থেমেই  ইংরেজি উচ্চারণটা  খুব সহজ হয়ে যাচ্ছে 

ইংলিশ গান খুঁজে পাওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন English Song , english song with bangla subtitle . এই লেখাটি লেখার পরে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেই ভিডিও গুলো দেখবেন যে ইংলিশ গানের সাথে সাথে বাংলা যে অনুবাদটা রয়েছে সেটাও দেখানো হচ্ছেঅর্থাৎ ইংলিশ গান  এর ভিতরে কি বলা হচ্ছে তার বাংলাটা আপনারা দেখতে পারবেন 

. ইংরেজিতে গল্প বলার অভ্যাস করুন 

আপনাদের সব থেকে প্রিয় গল্পটিকে অন্য কারো কাছে আপনারা ইংরেজিতে  শোনাতে পারেন   আর এটা নিজেকে পরীক্ষা করার জন্য খুব ভালো একটা পদ্ধতি হতে পারে আপনাদের জন্য। যে গল্পটা আমরা খুব ভালোভাবে জানিসেটা বলতে গেলে কিন্তু আপনার দেখা যায় যে খুব একটা বেশি পরিমাণে  ভাবা লাগে না  

Read More:কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করবেন জেনে রাখুন

অনর্গল বলে যেতে পারি। সেই গল্পটাই ইংরেজিতে আমরা ঠিক কতটা ভালো ভাবে অন্যের সাথে শেয়ার করতে পারছি বা বলতে পারতেছিসেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের অবস্থা সম্পর্কে খুব ভাল  একটা ধারণা হয়ে যাবে 

. নতুন কোন শব্দ পেলে শব্দ নোট করে  রাখুন  

আপনারা একটা  নোটবুকে  অথবা আপনারা আপনাদের  কম্পিউটারের ভিতরে   দরকারী শব্দ  অথবা  বাক্যাংশগুলোর একটা তালিকা করে রাখা শুরু করে দিন   প্রত্যেকবার যখন আপনার  নতুন শব্দ  শুনবেন অথবা দেখবেন তখন আপনি যেটা জানেন না, সেটা নোট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন             

শুধু শব্দটির উপরই ফোকাস  করবেন না কখনো , বরং  এটার প্রতিশব্দ  তার সাথে  বাক্যাংশগুলোও অনুসন্ধান  করবেন যে  এটাকে ব্যবহার করা যায়   আর এর ফলে কিন্তু আপনারা  নতুন নতুন শব্দের অর্থ এবং ব্যবহার সম্পর্কে খুব সহজেই জেনে  নিতে পারবেন   

১০শুধু শব্দ না, Phrase শিখতে হবে 

ইংরেজি যাদের ফার্স্ট ল্যাংগুয়েজ যাদের সঙ্গে আপনারা  অন্যদের পার্থক্য শুধু ফ্লুয়েন্সিতে নয় বরং শব্দচয়ন কথার বলার ধরনে অনেক পার্থক্য রয়েছে একদম সঠিক গ্রামার  ভোক্যাবুলারি ব্যবহার কথা বললে   অনেক সময় দেখা যায় যে , একজন স্থানীয়ের  সঙ্গে  কিছুটা পার্থক্য  থেকেই যায় সবসময়। 

  সকল ধরনের ভয় বা  লজ্জা কাটিয়ে উঠে  আমাদেরকে কথা বলতে হবে  

Read More: কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন জেনে নিন

উদাহরণ হিসেবে  বলা যায় যে,  হয়তো বা কেউ কেমন আছে জানতে চাইব, “How are you” বলে থাক। আর সেই একই কথা যদি একজন  স্থানীয় হয়তো  জানার ইচ্ছা হলে সে জানতে চাইবে এইটা বলে “What’s up”

তাই, তাই শব্দ থেকে  বেশি উপকারী হলো , Phrase বা Expression ভালো ভাবে শেখা। 

১১. আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন  

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আয়নার সামনে দাঁড়িয়ে  কথা যদি বলি তাহলে কি হবেআমরা ইংরেজি বলার সময় কিন্তু দেখা যায় যে আমাদের   বাচনভঙ্গিও  খুব সহজেই দেখতে পাবো।  বেশিরভাগ সময়েই যেটা হয়ে থাকে, আমরা ইংরেজিতে কথা  যখন বলি তখন সেই সময় আমাদের ভুল নিয়ে এতটাই সচেতন থাকি  যে আমাদের  আচরণের মাধ্যমে সেটা ফুটে উঠে  

Read More: ব্লগার দিয়ে ওয়েবসাইট শুরু করলে যে যে সুবিধা পাবেন জানুন

আর যে সময় আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস  করা শুরু করবোতখন থেকে কিন্তু নিজেদের এই ভুলগুলো খুব সহজে বুঝতে পারব। আর তারপরে নিজেদের আড়ষ্টতা কাটানোর জন্য   কিন্তু অনেক ভালো ভাবে  কাজ করবে। 

১২সংকোচ কাটিয়ে তোলার চেষ্টা করুন  

একা একা নিজেরা কয়েক   অনুশীলন  করার পরে আমাদের মনে হতে পারে যে, এখন আমরা হয়তো বা অন্যদের সামনে কোন ভাবে না  না আটকিয়ে ইংরেজি  ভালোভাবে  কথা বলে যেতে পারবো। কিন্তু দেখা যায় যে যখন আসল সময় আসি তখন অন্যের সঙ্গে কথা বলতে পারি না। 

প্রশ্নটি  হলো যে , কেন? 

আর তার কারণ হলো আমাদের মনে হয় থাকে যে , যদি কোন ভুল হয়  তাহলে সামনে যে মানুষটা বসে থাকবে তার সামনে আমাকে  লজ্জায়  পড়া লাগবে আমাদের ভুল অন্য কেউ ধরতে  ফারুক , খুব স্বাভাবিকভাবেই  আমরা কিন্তু সেটা কখনই চাইনি। কিন্তু,   আমাদেরএই ভয় বা লজ্জাটাই আমাদের অনেকখানি অনেক পিছিয়ে রেখে দিয়েছে   

তাই আমাদের কি সবসময়, ভয়  অথবা লজ্জা কাটিয়ে উঠে  আমাদেরকে বলার চেষ্টা করতে হবে   আর যদি দরকার হয় তাহলে আস্তে আস্তে বলতে হবে পরের বাক্যটা  বলতে যাওয়ার আগে দরকার হলে একটু চিন্তাভাবনা করে নিতে হবে।  কিন্তু না বলে যাব না বলেই যাবো যদি ভুল হয়েও যায় ভুলবশততাহলেও থামা যাবে না। আবার নতুন করে শুরু করতে হবে   

ইংরেজি বলার পেছনে সবথেকে বড় বাধা হিসেবে কাজ করে কিন্তু আমাদের এই সংকোচ বোধ। তাই, যাই  হয়ে যাক না কেন , আমাদের এই সংকোচ  অবশ্যই কাটিয়ে উঠতে হবে  তথ্যসূত্রটেন মিনিট ব্লগ

 

১৩. ডিকশোনারি ব্যবহার করুন 

ভালো মানের একটা  ডিকশোনারি  আপনাদের শব্দের ভাণ্ডারকে  আরো বেশি শক্তিশালী করতে সাহায্য করবে।  তাই নতুন নতুন শব্দ শেখার জন্য আপনারা ডিকশোনারি ব্যবহার  অবশ্যই করবেন। 

তথ্য প্রযুক্তির দারুণ উৎকর্ষে  বর্তমানে এখন কিন্তু আর ডিকশোনারির হার্ড কপি  পড়া লাগেনা। বর্তমানে কিন্তু এখন অনলাইনে অনেক  ডিজিটাল বা ডিকশোনারি আছে 

আর এই সমস্ত  ডিকশোরিতে শুধু নতুন নতুন শব্দই  কিন্তু শুধু নয় , শব্দের উচ্চারণগুলো   কিন্তু অডিও আকারে শুনতে  পেয়ে যাবেন আপনারা   

আর যার কারণে কিন্তু  ভোকাবুলারি শেখার  সঙ্গে সঙ্গে এর সঠিক উচ্চারণও শিখে  যাবেন দুর্দান্ত এসব ডিকশোনারি অ্যাপ্লিকেশন  আপনারা কেন চাইলে আপনাদের নিজেদের হাতের ছোট্ট  স্মার্টফোনে  সব জায়গায় সাথে নিয়ে যেতে পারবেনকোন সমস্যা হবে না তথ্যসূত্র –  কোর্সটিকা

About techtipsbd.us

Check Also

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়?

  কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়   কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন …